Amitabh Bachchan Tax Paid

দেশের সর্বোচ্চ করদাতা অমিতাভ বচ্চন, গত বছর রোজগার করেছেন কত আর কর দিলেন কত কোটি?

২০২৪ সালে প্রায় ৩৫০ কোটি টাকা আয় করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন তিনি। কর দিলেন কত টাকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৫:২৯
Share:
কত কোটি টাকার কর দিলেন অমিতাভ বচ্চন?

কত কোটি টাকার কর দিলেন অমিতাভ বচ্চন? ছবি: সংগৃহীত।

দেশের মধ্যে সর্বোচ্চ করদাতা হলেন অমিতাভ বচ্চন। যদিও গত বছর সেই খেতাব ছিল শাহরুখ খানের ঝুলিতে। ২০২২ সালে সেটা ছিল অক্ষয় কুমারের দখলে। এ বছর সেই খেতাব পেলেন অমিতাভ। ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ১২০ কোটি টাকার কর দিলেন অমিতাভ। এ বার প্রশ্ন উঠছে, তা হলে কত কোটি টাকা উপার্জন করেছেন যে, এই বিপুল পরিমাণ অর্থ কর দিলেন অভিনেতা?

Advertisement

২০২৪ সালে অমিতাভ একাধিক বিজ্ঞাপন, বড় ব্যানারের ছবি সহ কাজ করেছেন টেলিভিশনেও। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র গত সিজ়নের সঞ্চালক ছিলেন তিনি। ২০২৪ সালে প্রায় ৩৫০ কোটি টাকা আয় করে দেশের সর্বোচ্চ করদাতাদের তালিকাভুক্ত হলেন তিনি। ২০২৩ সালে শাহরুখ খান কর দিয়েছিলেন প্রায় ৯২ কোটি। সে বছরই মুক্তি পায় তাঁর তিনটি ছবি। তিনটিই বক্স অফিসে সফল। সে বছর চতুর্থ স্থানে ছিলেন অমিতাভ। তিনি দিয়েছিলেন ৭১ কোটি। এ বার শাহরুখ, সলমন, অক্ষয়দের পিছনে ফেলে দিয়েছেন ৮২ বছর বয়সি অভিনেতা। ২০২৪ সালে একাধিক জমি, বাড়িতে বিনিয়োগ করেছেন অমিতাভ। মুম্বইয়ে যেমন একাধিক ফ্ল্যাট কিনেছেন, আবার সম্প্রতি অযোধ্যায় একটি ৫৪ হাজার ৪৫৪ বর্গফুট মাপের জমি কিনেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement