পুরো নাম আকাশ অনিল দদলানি।
ডাক নাম এ আকাশ।
জন্ম ১৯৯৩ সালে ভারতেই।পরে তাঁর পরিবার টেক্সাসে পাড়ি দেন। বাবার নাম অনিল দদলানি। আকাশ টেক্সাসের বাসিন্দা।
পড়াশোনা রোনান্ড রিয়েগান হাই স্কুলে। এর পর উত্তর ক্যারোলিনার আলবেমার্লে হাইস্কুলেও ভর্তি হয়েছিলেন তিনি। তবে পড়াশোনা খুব একটা ভাল লাগছিল না তাঁর। তাই একটা সময় সেইপাট চুকিয়ে ফেলেন আকাশ নিজেই।
টেক্সাসে থাকাকালীন তিনি একজন টেনিস খেলোয়া়ড়ও ছিলেন। ২০০৯ সালে ‘টেনিস স্টেট চ্যাম্পিয়নশিপ টেক্সাস’ টুর্নামেন্টটি জিতেছিলেন বিগবস ১১-র এই প্রতিযোগী।
তবে এ বার তিনি ঠিক করেন আর টেনিস নয়। র্যাপার হিসেবেই কেরিয়ার শুরু করবেন।
মু্ম্বইয়ে এসে থাকতে শুরু করেন আকাশ। মুম্বইয়ে যে এলাকায় তিনি থাকেন, সেখানেই ‘মিত ব্রাদার্স’-এরবাড়ি। একটা সুযোগ করে দেওয়ার জন্য তাঁদের কাছে অনুরোধ করেন আকাশ।
তাঁর র্যাপ শুনে বেশ মনে ধরে যায় ‘মিত ব্রাদার্স’-এর। তাঁরাই তাঁকে প্রথম ব্রেকদেন। ‘চিটিয়া কলাইয়া রে’ গানটিতে র্যাপটি আকাশেরই গাওয়া। এমনকী‘বেবি ডল’ গানটিতেও মিত ব্রাদার্সকে অনেক সাহায্যও করেছেন এই আকাশই।