২০০৬ সালে মুক্তি পায় ‘দ্য দা ভিঞ্চি কোড’। এর পর এই সিরিজের দ্বিতীয় ছবি ‘অ্যাঞ্জেল অ্যান্ড ডেমন্স’ মুক্তি পায় ২০০৯-এ। এ বার মুক্তি পেতে চলেছে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ইনফার্নো’। প্রায় সাত বছর পর চলতি বছরের ২৮ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। ইনফার্নো শব্দটির অর্থ হল নরক। ছবিতে প্রফেসর রবার্ট ল্যাংডনের ভূমিকায় রয়েছেন টম হ্যাঙ্কস্। এ বারের গল্পটা আগেরগুলোর থেকে একটু আলাদা। এ গল্পে সাময়িক স্মৃতিভ্রংশের শিকার হন প্রফেসর রবার্ট ল্যাংডন। এর পর সুস্থ হয়ে উঠে তিনি জানতে পারেন, পৃথিবীতে এক নতুন মারণ রোগের উদ্ভব হয়েছে। যে রোগে এক ধাক্কায় পৃথিবীর জনসংখ্যা অর্ধেক হয়ে যেতে পারে! প্রফেসর জানতে পারেন, একমাত্র তিনিই এই বিপদ থেকে পৃথিবীকে বাঁচাতে পারেন। কি ভাবে! তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে ২৮ অক্টোবর পর্যন্ত। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা ইরফান খান। ছবিতে যে চরিত্রে তিনি অভিনয় করছেন ছবির প্রথম অংশে সে এই মারণ রোগ বিস্তারের কাজে যুক্ত। কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে মানুষকে বাঁচানোর কাজে প্রফেসরকে সাহায্য করে। দেখে নেওয়া যাক বহু প্রতিক্ষিত টম হ্যাঙ্কস্, ইরফান খান অভিনীত হলিউড ছবি ‘ইনফার্নো’র ট্রেলার।
দেখুন ‘ইনফার্নো’ ট্রেলার: