পর্ন দেখায় ভারতের ব্রোঞ্জে ‘বড় অবদান’ মহিলাদেরও

সোনা না হোক, রুপো না হোক, ব্রোঞ্জ তো জিতল ভারত! আমেরিকা, ব্রিটেনের পর নিজেদের জায়গাটা পাকা করেই ফেলল ঘোমটা-আব্রুর আড়ালে থাকা এই দেশ। কোন ক্ষেত্রে লড়ে ভারত ছিনিয়ে নিল এই পদক? নীলছবি দেখে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১৪:৫৮
Share:

সোনা না হোক, রুপো না হোক, ব্রোঞ্জ তো জিতল ভারত!

Advertisement

আমেরিকা, ব্রিটেনের পর নিজেদের জায়গাটা পাকা করেই ফেলল ঘোমটা-আব্রুর আড়ালে থাকা এই দেশ। কোন ক্ষেত্রে লড়ে ভারত ছিনিয়ে নিল এই পদক? নীলছবি দেখে। পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে সামগ্রিক ভাবে ভারত গোটা দুনিয়ায় তৃতীয় স্থান দখল করেছে। শুধু তাই নয়, ভারতীয় নারীরাও গোটা বিশ্বের মধ্যে আলাদা ভাবে পর্ন দেখার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছেন। শ্যাম-কুল রাখার মাঝের সময়ে তারা ‘পর্ন’ও দেখছেন। এবং সংখ্যাটা ৩০ শতাংশেরও বেশি! যে দেশে ‘সবিতা ভাবি’র বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে ‘মোস্ট’ সার্চের তালিকায় দ্বিতীয় স্থান দখল করে নেয় ‘ইন্ডিয়ান ভাবি’।

এই সংক্রান্ত খবর
পর্ন সাইটের টুকিটাকি
পর্ন ছবি দেখায় ভারতীয় মহিলারা এগিয়ে, বিশ্বে তৃতীয় স্থানে!

Advertisement

পর্নহাব নামে একটি ওয়েবসাইটের খ্যাতি দুনিয়াজোড়া। তারা ২০১৫ সালে অনলাইনে পর্নছবি দেখতে উপচে পড়া দর্শকদের উপর নির্ভর করে সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে, ভারতীয়েরা তো বটেই, ভারতীয় মহিলারাও আলাদা ভাবে পর্ন দেখার ক্ষেত্রে নিজেদের বিশ্ব দরবারে তুলে এনেছেন। ২০১৪-য় যা ছিল ২৬ শতাংশ, পরের বছরেই তা এক শতাংশ বেড়ে ৩০-এ দাঁড়িয়েছে। চলতি বছরে মহিলা পর্ন-দর্শকের সংখ্যা আরও বাড়বে বলে ওই পরিসংখ্যানে বলা হয়েছে। গোটা দুনিয়ার হিসেবে পর্ন দেখিয়েদের মধ্যে ২৪ শতাংশ মহিলা। সেখানে ৩০ শতাংশ ভারতীয় নারী পর্নছবি দেখেন। শতাংশের হিসেবে তারা অনেকটা এগিয়ে থাকলেও ফিলিপিন্স এবং মধ্য-দক্ষিণ আমেরিকার দেশগুলির কাছে তারা বেশ কয়েকটা গোল খেয়েছেন। ফিলিপিন্সে ৩৫ শতাংশ এবং জামাইকা, হন্ডুরাস, নিকারাগুয়ার মতো দেশগুলিতে ৪০ শতাংশ মহিলা পর্নোগ্রাফি দেখেন।

সম্প্রতি বেশ কিছু পর্নোগ্রাফি ওয়েবসাইট এ দেশে নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। তার পরেই গেল গেল রব ওঠে। বেডরুমে সরকারের এই ‘উঁকি’ নিয়ে ওঠে প্রশ্ন। বাধ্য হয়ে উঠিয়ে দেওয়া হয় নিষেধের সরকারি ফরমান। তবে, শেষমেশ ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থান দখল করায় প্রশ্নকর্তাদের মান বাঁচল! জাতীয় বৃদ্ধির হারের চেয়ে শতাংশের বিচারে এগিয়ে থাকল পর্ন দেখিয়েদের হার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement