আজিজ
পর পর দু’বছর জয়ের ধারা অব্যাহত রাখলেন আজিজ আনসারি। গত বছরের মতো এ বছরও কমেডি সিরিজের সেরা লেখক হিসেবে প্রাইম টাইম এমি পেলেন ভারতীয় বংশোদ্ভূত আজিজ। নেটফ্লিক্সের জন্য তৈরি করা ‘মাস্টার অব নান’ সিরিজের লেখক তো বটেই, প্রধান অভিনেতাও তিনি। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই জনপ্রিয়তার তুঙ্গ স্পর্শ করতে সময় নেয়নি এই কমেডি সিরিজ। স্ট্যান্ড আপ কমেডি দিয়ে কেরিয়ার শুরু করা আজিজ, টেলিভিশনে প্রথম দিকে জমাতে না পারলেও সমস্ত অঙ্ক বদলে দেন ‘মাস্টার অব নান’ সিরিজ দিয়ে।
নিকোল
অন্য দিকে নিকোল কিডম্যান আবারও বুঝিয়ে দিলেন, বয়স শুধুই একটা সংখ্যা। পঞ্চাশে পা দিলেও বড় পরদা বা ছোট পরদা, তাঁর জুড়ি মেলা ভার। ‘বিগ লিটল লাইজ’ লিমিটেড সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর ট্রফিটা নিয়ে গেলেন তিনি। গার্হস্থ্য হিংসা নিয়ে কড়া মন্তব্যও রাখেন কিডম্যান। বলেন, ‘‘আমরা স্বীকার করি না বটে, এটা কিন্তু একটা অসুখের মতো। তাই অ্যাওয়ার্ডটা পেয়ে ভাল লাগছে যে, আমার চরিত্রের সঙ্গে সবাই একাত্ম বোধ করছে।’’ ‘বিগ লিটল লাইজ’ সিরিজে তাঁর চরিত্র নির্যাতনের শিকার এক মহিলার।