টিকা চেয়ে ঠাকরের দ্বারস্থ ইমপা
করোনা থেকে চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত পেশাদার মানুষকে সুরক্ষিত রাখতে টিকাকরণের প্রয়োজন। বিষয়টি বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নজরে আনতে চলেছে 'ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েসন' (ইমপা)। প্রত্যেক কলাকুশলীকে মাসিক ৩০০০ টাকা সহায়তা দানের পাশাপাশি এই নিয়ে পুরসভার কমিশনার ইকবাল সিংহ চাহল এবং উদ্ধব ঠাকরের কাছে চিঠিও পাঠাতে চলেছে সংগঠন। মঙ্গলবার সংগঠনের সভাপতি টিপি আগরওয়াল এমনটাই জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে তিনি একটি বিবৃতিও দেন। বলা হয়েছে, গত বছর লকডাউনের সময় সমস্ত কর্মীদের আর্থিক সাহায্য করেছিল ইমপা। মে, জুন, জুলাই-- পর পর ৩ মাস সেই অর্থ সরাসরি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল। এ বছরেও সেই পথে হাঁটছে সংগঠন। যদিও সভাপতির দাবি, চলতি লকডাউন আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। লকডাউন-পরবর্তী পরিস্থিতির সঙ্গে যুঝতে আগাম প্রস্তুতির প্রয়োজন। তাই সংগঠনের ৬ হাজার সদস্যের সুরক্ষা চেয়ে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে টিকাকরণের আবেদন জানানো হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইমপা-র কর্মী-সদস্যদের জন্য পুরসভার পক্ষ থেকে আলাদা শিবির তৈরি করে দেওয়া হোক। যেখানে নিরাপদে সবাই টিকা নিতে পারবেন। সুস্থ পরিবেশে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারবেন।