ইমন চক্রবর্তী
ইমন চক্রবর্তীকে নিয়ে বিতর্ক, ট্রোলের শেষ নেই। গায়িকা ক্লান্ত বক্রোক্তি, ব্যঙ্গোক্তি শুনতে শুনতে। কিছু দিন আগেই আনন্দবাজার ডিজিটালের সঙ্গে সরাসরি ভিডিয়ো সাক্ষাৎকারে এ কথা জানিয়েছিলেন তিনি। বুধবার নেটমাধ্যমে নিজের সামাজিক পাতা থেকে অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন ইমন। আগামী বৃহস্পতিবার ইমন সঙ্গীত একাডেমি ত্রাণ নিয়ে পৌঁছোচ্ছে পূর্ব মেদিনীপুরের তমলুকে। জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর লক্ষ্য, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষ, পথপশুদের পাশে দাঁড়ানো। সেই খবর জানাতে গিয়েই নেটাগরিকদের উদ্দেশ্যে ফের আক্রমণ তাঁর। ইমনের শ্লেষ, ‘‘ঘরে বসে কাঠি না করে ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ত্রাণ বিলি করুন।’’
‘সারেগামাপা’ রিয়েলিটি শো-এ অর্কদীপ মিশ্রের ‘সেরা’ হওয়া নিয়ে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছে শিল্পীকে। টাকা দিয়ে নিজের দলের প্রতিযোগীকে জিতিয়েছেন, এমন অভিযোগ ইমনের বিরুদ্ধে। গুরু-শিষ্যের এক মঞ্চে ‘পারফর্ম’ ভাল চোখে দেখেননি দর্শক। অভিযোগে-অনুযোগে বিধ্বস্ত ইমন মনোবিদের কাছে যেতে বাধ্য হয়েছিলেন সেই সময়। শিল্পীর বুধবারের কথোপকথন জানিয়ে দিল, সেই স্মৃতি আবছা হলেও ক্ষত এখনও টাটকাই।
আগামী দিনের পরিকল্পনা জানানোর পাশাপাশি তাই এক রাশ ক্ষোভ উগরে দিলেন ইমন। কথা প্রসঙ্গে জানালেন, তিনি কিছু করলেও সমালোচনা। না করলেও। তাঁর শাঁখা-পলা না পরা, জিন্স পরে রবীন্দ্রনাথের গান গাওয়া, রক্ত দিয়ে সেই ছবি নেটমাধ্যমে ভাগ করা, সব নিয়ে প্রচুর মানুষের বিরক্তি। ইমন শুনেছেন, প্রচার করার মানসিকতা নিয়ে নাকি তিনি সব কাজ করেন! নেটাগরিকদের মতে, প্রচুর সুযোগ-সুবিধে পান শিল্পী। তাই এত কিছু করতে পারেন। সেই জায়গা থেকে ইমনের দাবি, ‘‘হাতের গোড়ায় নেটমাধ্যম আসায় মানুষের অনেক সুবিধে হয়ে গিয়েছে। ঘরে বসে অনেক কথা বলে দেওয়া সহজ। যাঁরা এত বিরোধিতা করেন আগামী বৃহস্পতিবার আমি তাঁদেরই অপেক্ষায় থাকব। দেখব, কত জন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অসহায়দের পাশে এসে দাঁড়ান!’’
ইমন জানিয়েছেন গত বছরেও আমপান, অতিমারির সময় এসেছিলেন অনেকে। তাঁর আশা, বৃহস্পতিবারেও বেশ কিছু মানুষের দেখা পাবেন তিনি। যাঁরা আসবেন তাঁদের আজীবন স্মরণ করবে ইমন সঙ্গীত একাডেমি, দাবি শিল্পীর। যাঁরা তাঁর ডাকে সাড়া দেবেন না তাঁদের প্রতি ইমনের তোপ, ‘‘আপনারা নিজেদের মতো বাঁচুন। বাকিদেরও সুস্থ ভাবে বাঁচতে দিন।’’