তাঁর প্রেম নিয়ে আলোচনার শেষ নেই। বলিউড গসিপ কলামে সবচেয়ে ওপরে তাঁর প্রেমচর্চা। তাঁর খবর জানার জন্য মুখিয়ে গোটা ভারত। কিন্তু তিনি লিখতে চান না আত্মজীবনী। সদ্য আশা পারেখের জীবনী ‘দ্য হিট গার্ল’-এর উদ্বোধনে এসে এমন কথাই বলেছেন সলমন খান। ‘‘আমার বই প্রকাশ অনুষ্ঠানে আসাই উচিত হয়নি। আমি তো কী বলব ভেবে, রীতিমতো ঘামছি! আত্মজীবনী লেখা সবথেকে সাহসী কাজ। আমি তা কোনও দিন পারব না,’’ বলেন সলমন।