Sonu Sood

Sonu Sood: নিরামিষাশী সোনুর নামে পাঁঠার মাংসের দোকান, অভিনেতার প্রতিক্রিয়া কী?

সোনুর প্রতি ভালবাসা জানিয়ে নিজের মাংসের দোকানের নাম অভিনেতার নামে রেখেছেন এক ব্যক্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২১ ২১:৫৬
Share:

অভিনেতা সোনু সুদ

সাধারাণ মানুষের রক্ষক তিনি। বলিউড অভিনেতা সোনু সুদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কিন্তু কৃতজ্ঞতা স্বীকারের ধরন দেখে আক্ষেপ দেশবাসীর ‘মসিহা’-র। সোনুর প্রতি ভালবাসা জানিয়ে নিজের মাংসের দোকানের নাম অভিনেতার নামে রেখেছেন তেলঙ্গনার এক ব্যক্তি। এ দিকে সোনু নিজে এক জন নিরামিষাশী।

অভিনেতা একটি ভিডিয়ো দিয়েছেন টুইটারে। যেখানে মুখ ঢাকা অভিব্যক্তি দিয়ে তার পাশে তিনি লিখলেন, ‘আমি তো নিরামিষাশী। আমার নামে নাকি পাঁঠার মাংসের দোকান’। তবে বিরক্তি প্রকাশ না করেই সোনু নতুন প্রস্তাব রাখলেন। লিখলেন, ‘আমি কি ওই ব্যক্তিকে নিরামিষ দোকান খুলতে সাহায্য করব’?

Advertisement

কিছু দিন আগে কৃতজ্ঞতা জানানোর আরও এক পন্থায় খানিক অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিনেতা। অন্ধ্রপ্রদেশে সোনুর ছবিতে দুধ ঢেলে তাঁকে সম্মান জানানো হচ্ছিল বিভিন্ন জায়গায়। সেই ভিডিয়ো দিয়ে সোনু লিখেছিলেন, ‘আমি কৃতজ্ঞ। কিন্তু পরের বার থেকে ওই দুধ বাঁচিয়ে রাখুন। কোনও ব্যক্তির কাজে লাগতে পারে’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement