Krrish

‘ক্রিশ ৪’ পরিচালনার দায়িত্বে বাবাকে ভরসা করতে পারছেন না হৃত্বিক, খুঁজছেন নতুন পরিচালক

বাবার দৃষ্টিভঙ্গি নিয়ে আত্মবিশ্বাসী নন হৃত্বিক। চান আধুনিক পরিচালক, যিনি নির্মাণ করবেন ‘কৃষ ৪’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩২
Share:

‘ক্রিশ ৪’-এর জন্য বাবা রাকেশ রোশনের বদলে নতুন পরিচালক খুঁজছেন হৃত্বিক।

‘সুপার ৩০’ থেকে ‘ওয়ার’, একগুচ্ছ সফল ছবির নায়ক হৃত্বিক রোশনের ঝুলিতে এখন আরও অনেক ছবি। বহুপ্রতীক্ষিত অপরাধমূলক থ্রিলার ‘বিক্রম বেধা’-র মুক্তির জন্য প্রস্তুত হচ্ছেন নায়ক। ‘ফাইটার’-এর যুদ্ধের জন্যও ঝরিয়ে ফেলেছেন ওজন। পেশিতে শান দিয়েছেন ফের। কিন্তু এ সবের মাঝেও ধীরে ধীরে বেড়ে উঠছে একদম নিজের ছবি ‘কৃষ ৪’। চিত্রনাট্যের কাজ চলছে। কিন্তু বদল ঘটবে পরিচালক পদে, এমনই ইঙ্গিত দিলেন হৃত্বিক। পরিচালক হিসাবে বাবা রাকেশ রোশনকে চাইছেন না তাঁর পুত্র। সাধনার ধন ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা হৃত্বিকের। তাই নতুন পরিচালকের সন্ধানে রয়েছেন তিনি।

Advertisement

আগেই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর প্রস্তাব ফিরিয়েছিলেন অভিনেতা। তিনি কেবল ‘কৃষ’ এবং ‘রামায়ণ’ ফ্র্যাঞ্চাইজিতে মন দিয়েছেন, এমনই জানা গিয়েছে। গোটা সময় ধরে ভাবনাচিন্তা করে ‘কৃষ ৪’-এর জন্য সেরাটুকু চান অভিনেতা। যেখানে তাঁর মনে হয়েছে, রাকেশের বয়স হয়েছে, তাঁকে আর গুরুদ্বায়িত্বে ভরসা করা যায় না।

অথচ ‘কহো না প্যার হ্যায়’ দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন হৃতিক। পরিচালনা-প্রযোজনা দুই-ই ছিল বাবার। তার পর দীর্ঘ দিন সে ভাবে সফল ছবি করেননি তিনি। কামব্যাক করছিলেন বাবার ‘কোই মিল গয়া’ দিয়েই। একই ফ্র্যাঞ্চাইজির ‘কৃষ’ এবং ‘কৃষ ৩’-এর মতো হিট ছবিও পরিচালনা করেছিলেন রাকেশই। কিন্তু হৃতিক মনে করেন সময় বদলেছে। দর্শকের চাহিদা, রুচিও সেইসঙ্গে বদলে গিয়েছে। সিনিয়র রোশনের দৃষ্টিভঙ্গি সম্পর্কে খুব বেশি আত্মবিশ্বাসী নন হৃত্বিক। চান এক জন আধুনিক পরিচালক, যিনি সময়ের চাহিদা বুঝে নির্মাণ করবেন এ যুগের ‘কৃষ’। বাবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন কি না হৃত্বিক, তা অবশ্য জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement