Yo Yo Honey Singh

Honey Singh: অভুক্ত অবস্থায় ১৮ ঘণ্টা আটকে রাখেন ঘরে, হানির বিরুদ্ধে অভিযোগ স্ত্রী শালিনীর

শালিনীর আরও অভিযোগ, তিনি কোভিড আক্রান্ত হলেও কোনও রকম সাহায্য পাননি হানির কাছ থেকে। স্বামীর সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেননি গায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৭:০৪
Share:

শালিনী একাধিক অভিযোগ এনেছেন হানির বিরুদ্ধে।

স্ত্রী শালিনী তলোয়ারকে ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে ঘরে আটকে রেখেছিলেন র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ। ঘরবন্দি অবস্থায় খাবার পর্যন্ত দেওয়া হয়নি তাঁকে। তারকা-গায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন স্ত্রী শালিনী।

Advertisement

গত মঙ্গলবার হানির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, যৌন হেনস্থা এবং সম্পত্তি গ্রাসের মামলা দায়ের করেছেন শালিনী। এর পর প্রকাশ্যে এসেছে হানিকে নিয়ে একাধিক অভিযোগ। শালিনী দাবি করেছেন, শ্বশুরবাড়ির চাপে চাকরিও ছেড়ে দিতে হয় তাঁকে। শালিনী জানিয়েছেন, দীর্ঘ অত্যাচারের পর তিনি মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছিলেন। শ্বশুরবাড়ির শোষণের পর নিজেকে ‘গবাদি পশু’ বলে মনে করতে শুরু করেছিলেন শালিনী।

শালিনীর আরও বক্তব্য, তিনি কোভিড আক্রান্ত হলেও কোনও রকম সাহায্য পাননি হানির কাছ থেকে। স্বামীর সঙ্গে যোগাযোগ করলেও সাড়া দেননি গায়ক। কিন্তু নিজের নেটমাধ্যমে কোভিড আক্রান্তদের সাহায্যের কথা বলছিলেন গায়ক।

শালিনীর দাবি, কেবল হানি নন, তাঁর মা, বাবা এবং বোনও তাঁকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। তিনি জানিয়েছেন, এক বার তাঁর শ্বশুর মত্ত অবস্থায় তাঁর ঘরে ঢুকে পড়েন। সেই সময়ে শালিনী পোশাক ছাড়ছিলেন। বেরিয়ে যেতে বললেও যাননি। বৌমাকে যৌন হেনস্থাও করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement