Holi

বসন্ত উৎসবের ‘বেলাশুরু’, ‘হামি’-তে ভরিয়ে দিলেন রণিতা, মনামী

রবি ঠাকুরের ‘এ কী লাবণ্যে’ গানের সুরে সুর মেলালেন অম্বরীশ ভট্টাচার্য এবং সুরজিৎ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ০৮:৪৫
Share:
Advertisement

রবি ঠাকুরের ‘এ কী লাবণ্যে’ গানের সুরে সুর মেলালেন অম্বরীশ ভট্টাচার্য এবং সুরজিৎ চট্টোপাধ্যায়। চুপ করে বসে থাকতে পারলেন না কণীনিকা বন্দ্যোপাধ্যায়। নেচে উঠলেন সেই গানের সঙ্গে। যোগ দিলেন মনামী ঘোষও। হলুদ ও সাদা শাড়ির রং মিলান্তি যেন! এ কি ‘বেলাশুরু’ নাকি শেষ? প্রশ্ন জাগল সঞ্চালক অনিন্দ্য জানার মনে। অভিজ্ঞতার কথা জানতে চাইলেন তিনি। দুই ছবির শিল্পীদের মধ্যে এখনও যেন পারিবারিক সম্পর্ক অটুট। এমনটাই জানালেন মনামী। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল তাঁর। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও সবাইকে সৌমিত্রর গল্পে মাতিয়ে রাখলেন। ‘হামি’ ছবির ‘চাচাজি’ গানটি গাইল খুদে শিল্পী রণিতা বন্দ্যোপাধ্যায়। ছবির মূল গানটিও তার গলায় শুনলেন অতিথিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement