Holi

কোন বন্ধুর ডাকে রাজনীতির রং মাখবেন বিশ্বনাথ, অদিতি রঙিন হলেন কার টানে?

রাধাকৃষ্ণের সেই প্রেম গায়িকা ও তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির গলায়। তাঁর রিনরিনে কণ্ঠে ভরে উঠল নোভোতেলের ছাদ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২১ ০৯:০৫
Share:
Advertisement

বিশ্বনাথ বসুর দুই ঘনিষ্ঠ বন্ধুই এ বারে নির্বাচনে প্রার্থী। রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিক একে অপরের মুখোমুখি। কী করবেন তিনি? প্রচারে ডাকলে কার সঙ্গে যাবেন? জানালেন অভিনেতা। বেজে উঠল এমন সুর, যে সুরে বৃন্দাবন উথাল-পাথাল। রাধাকৃষ্ণের সেই প্রেম গায়িকা ও তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির গলায়। তাঁর রিনরিনে কণ্ঠে ভরে উঠল নোভোতেলের ছাদ। ‘রঙ্গে রঙ্গিল হইল’-র সুরে তখন মুগ্ধ দর্শক। বৃন্দাবন ছেড়ে বিশ্বনাথ দোলকে নিয়ে এলেন খোলা আকাশে— ‘আকাশ ভরা সূর্য তারা’। পাশে তখন অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তাঁর শাড়িতে বসন্তের সব রং। তিনি বললেন, ‘‘রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’’। রক্তিম সামন্ত গাইলেন মিলনের গান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement