Holi 2020

বয়ফ্রেন্ড অভিমন্যুর সঙ্গে মানালির দোল যাপন

পাড়ায় দোল খেলেই মানালি সোজা চলে গেলেন বয়ফ্রেন্ড অভিমন্যু মুখোপাধ্যায়র বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ১৬:১৬
Share:

অভিমন্যুর সঙ্গে মানালি। নিজস্ব চিত্র।

কী ভাবে দোল কাটাবেন, সোমবার সকালেও তা নিয়ে প্ল্যানিং চলছিল মানালির। একটা আস্ত ছুটির দিন তো আর এমনি এমনি নষ্ট করা যায় না।

Advertisement

তাই ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়েই পাড়ার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়লেন রং খেলতে। শুধু পাড়ার বন্ধুরাই নয় মানালির রং খেলায় সামিল হলেন তাঁর দাদুও। আদরের নাতনির গালে মাখিয়ে দিলেন আবির।

পাড়ায় দোল খেলেই মানালি সোজা চলে গেলেন বয়ফ্রেন্ড অভিমন্যু মুখোপাধ্যায়র বাড়িতে। হবু শ্বশুর, আর প্রেমিকের সঙ্গে বসন্তের রঙে রঙিন হলেন তিনি। সারা মুখে গোলাপি আবির মাখা মানালি-অভিমন্যুকে তখন চেনাই দায়।

Advertisement

আরও পড়ুন: কলেজ জীবনের দোলে প্রেমের রং মেখেছিলাম আমি: ঋতাভরী

ব্যস্ততায় দিন কাটে তাঁর। ‘নকশিকাঁথা’-র শুটিং, বড় পর্দা সব মিলিয়ে পরিবারের জন্য সময় বার করা কম ঝক্কি নয়। তাই হঠাৎ পাওয়া এক আস্ত ছুটির দিনে মানালি-অভিমন্যুর মনেও ছুঁয়ে গেল ফাগের রং।

দাদুর সঙ্গে দোল খেলেছেন মানালি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement