Kriti Sanon

নতুন ছবির জন্য জন্য ১৫ কেজি ওজন বাড়িয়ে কেমন দেখতে হলেন কৃতি শ্যানন?

ওজন বাড়ানোর পর এখন কেমন দেখতে হয়েছেন কৃতি? প্রশ্ন জাগছিল বিভিন্ন মহলে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ১৫:২৮
Share:

কৃতি শ্যানন।

হট অ্যান্ড স্লিম কৃতি শ্যানন হয়ে গেলেন স্থূলকায় মাঝবয়সী এক মহিলা, সৌজন্যে ‘মিমি’।

Advertisement

জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা কৃতি শ্যানন অভিনীত, লক্ষ্মণ উটেকার পরিচালিত ছবি ‘মিমি’। আর এই ‘মিমি’-র জন্যই গত পাঁচ মাস ধরে বেজায় কসরত করতে হয়েছে স্লিম অ্যান্ড ট্রিম কৃতিকে। ছবির বেশ কিছু দৃশ্যের জন্য বাড়াতে হয়েছে প্রায় পনেরো কেজি ওজোন । ওজন বাড়ানোর পর এখন কেমন দেখতে হয়েছেন কৃতি? প্রশ্ন জাগছিল বিভিন্ন মহলে।

এ দিকে পরিচালক থেকে অভিনেত্রী— কেউই এই মুহূর্তে ‘মিমি’তে কৃতির এই ট্রান্সফরমেশন জনসমক্ষে আনতে রাজি নন। কিন্তু তা স্বত্বেও লকডাউনে ফ্যানেদের সঙ্গে কৃতির ইনস্টাগ্রাম চ্যাটে ফাঁস হয়ে গেল কৃতির ‘মিমি’ লুক। ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।

Advertisement

আরও পড়ুন- লকডাউনে সবার মধ্যে খালি ‘আমায় দেখ’, ক্ষোভ উগরে দিলেন ফারা

কৃতি শ্যানন : এখন (বাঁ দিকে) এবং তখন (ডান দিকে)

ওই চ্যাটে কৃতি আরও জানান, ছবিটির মাত্র একটি গানের শুটিং বাকি রয়েছে। বাকি সমস্ত কাজ লকডাউনের আগেই সারা হয়ে গিয়েছে। তবে জুলাইতেই সেই ছবি মুক্তির কোনও সম্ভাবনা রয়েছে কী না, তা নিয়ে সন্দিহান অভিনেত্রী নিজেই।

জাতীয় পুরস্কার প্রাপ্ত মরাঠি ছবি ‘মালা আয়ি ভায়চে’-র হিন্দি রিমেক মিমি। এক সারোগেট মাদারের গল্প বলবে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement