বাস্তব ঘটনা প্রতিফলিত হয়েছে পর্দায়, বলিউডে এমন ছবির সংখ্যা নেহাত কম নয়। সাম্প্রতিক কালেও এমন বেশ কয়েকটি ছবি হয়েছে বা হচ্ছে, যেগুলি একেবারে সত্যি ঘটনা অবলম্বনেই তৈরি।
কেদারনাথ: সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কেদারনাথ’। অভিনয় করেছেন সারা আলি খান ও সুশান্ত সিংহ রাজপুত। ২০১৩ সালে উত্তরাখণ্ড যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল, প্রেমের গল্পের আড়ালে তা রয়েছে এই ছবিতে।
৮৩: ক্রিকেট বিশ্ব কাপে ভারতের প্রথম জয় এসেছিল কপিল দেবের হাত ধরে। তা নিয়েই ছবিটি। মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কপূর। ছবি মুক্তি পাওয়ার কথা ২০১৯ সালের এপ্রিলে।
গণিত বিশারদ আনন্দ কুমারের জীবন নিয়ে তৈরি ‘সুপার ৩০’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হৃত্বিক রোশন। ছবির পরিচালক বিকাশ বহেল। ২০১৯ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।
দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে নিয়ে একটি বই লিখেছিলেন সঞ্জয় বারু। তা নিয়েই ছবি। মুখ্য ভূমিকায় অনুপম খের। দিব্যা শেঠ শাহ রয়েছেন মনমোহনজির স্ত্রী গুরশরণ কউরের ভূমিকায়।
স্বপ্না দিদি: মুম্বইয়ের গ্যাংস্টার স্বপ্না দিদিকে নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। বিশাল ভরদ্বাজের ছবিতে স্বপ্নার ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে ইরফান খানের অসুস্থতার কারণে ছবিটির কাজ খানিকটা থমকে গিয়েছে।
সঞ্জু: অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুতে উঠে এসেছে সঞ্জয়ের অভিনেতা জীবন থেকে জেল হেফাজতে থাকা, মাদকাসক্ত জীবন থেকে বেরিয়ে আসার প্রতিটি ঘটনার প্রতিচ্ছবি। চলতি বছরের জুন মাসে মুক্তি পেয়েছিল ছবিটি।
সুরমা: হকি তারকা সন্দীপ সিং আকস্মিক ঘটনায় গুলিতে জখম হন। প্রায় দু’ বছর তিনি হুইলচেয়ারেই ছিলেন। সেই ঘটনা নিয়েই তৈরি সুরমা। অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, তাপসী পান্নু।
রেড: ১৪০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। আশির দশকে সরকারি কর ও শুল্ক বিভাগের অফিসাররা যে অভিযান চালিয়েছিলেন আয়কর ফাঁকি রুখতে। তা নিয়েই ছবিটি। অজয় দেবগণ ছিলেন মুখ্য ভূমিকায়।
রাজি: মেঘনা গুলজার পরিচালিত ছবিটি শেহমত নামে এক গুপ্তচরের জীবন নিয়ে, যাঁর সঙ্গে বিয়ে হয়েছিল পাকিস্তানের সামরিক অফিসারের। হরিন্দর সিক্কার উপন্যাস ভিত্তি করেই ছবি। আলিয়া ভট্ট, ভিকি কৌশলের ছবিটি সুপারহিট ছিল।
অভিনব বিন্দ্রার জার্নি নিয়ে তৈরি হচ্ছে ছবি। অলিম্পিকে তাঁর স্বর্ণপদক জয়ের ঘটনা নিয়েই ছবি। অভিনয় করছেন অনিল কপূরের ছেলে হর্ষবর্ধন কপূর। তবে ছবিটির নাম এখনও ঠিক হয়নি।
কেশরী: সারাগঢ়ীর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবি। ১৮৯৭ সালে ২১ জন শিখ লড়েছিলেন ১০ হাজার আফগানের বিরুদ্ধে। হাবিলদার ঈশ্বর সিংহের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১৯ সালের মার্চে।
পাণিপথ: আশুতোষ গোয়ারিকরের পরবর্তী ছবি। ২০১৯ সালের ৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। চলছে শুটিং। অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অর্জুন কপূর ও কৃতী শ্যানন।
ওমেরতা: হনসল মেটার ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ব্রিটেনের পাক সন্ত্রাসী আহমদ ওমর সৈয়দ শেখের ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও।
প্যাডম্যান: গ্রামীণ মহিলাদের জন্য অত্যন্ত কম খরচে নিজে বানিয়েছিলেন স্যানিটারি প্যাড। অরুণাচলম মুরুগানানথমের জীবন নিয়ে তৈরি ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, রাধিকা আপ্তে, সোনম কপূর।
পরমাণু: পোখরানে দেশের প্রথম পরমাণু বোমা পরীক্ষা নিয়ে তৈরি ছবিটি। ১৯৯৮ সালের ঘটনাকে পর্দায় রূপ দিয়েছেন পরিচালক অভিষেক শর্মা। জন আব্রাহাম, ডায়ানা পেন্টি, বোমান ইরানি ছিলেন মুখ্য চরিত্রে।
গোল্ড: রিমা কাগতির ছবিটি ১৯৪৮ সালে প্রথম সামার অলিম্পিকে ভারতের স্বর্ণপদক জয়ের ঘটনা নিয়েই। স্বাধীনতার পর প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি ছিল এটি। অক্ষয় কুমার ও মৌনি রায় অভিনীত ছবিটি বক্স অফিসে ভালই ব্যবসা করেছে।
টয়লেট এক প্রেম কথা: ২০১৭ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত ছবিটি। ২০১২ সালে ১৯ বছরের প্রিয়ঙ্কা ভারতী নামের একটি মেয়ে ও মধ্যপ্রদেশের অনিতা নাররে নামে এক তরুণী শ্বশুরবাড়িতে ফিরতে অস্বীকার করে শৌচালয় না থাকার কারণে।