গত কয়েক সপ্তাহ ধরে উড়তা পঞ্জাব নিয়ে বিতর্কের শেষ নেই। সেন্সর বোর্ডের তীব্র আপত্তিতে ফিল্মটির মুক্তি পাওয়া নিয়েই তৈরি হয়েছে প্রবল সংশয়। ফিল্মটি থেকে পঞ্জাব শব্দটি বাদ দিতে নির্মাতাদের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। বোর্ডের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন মহল। সেন্সর বোর্ডের বিরুদ্ধে টুইট করেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর এ বার মুখ খুললেন পরিচালক মহেশ ভট্ট এবং ক্রিকেটার হরভজন সিংহ।
ফিল্মটি মুক্তি পাওয়া উচিত বলে টুইট করে হরভজন বলেন, “উড়তা পঞ্জাবে যদি পঞ্জাবের পরিস্থিতির সঠিক ব্যাখ্যা থাকে, তা হলে এর মুক্তিতে আপত্তি কোথায়? আমরা সবাই পঞ্জাবকে মাদকহীন রাজ্য হিসাবে দেখতে চাই। সিনেমাটিতে আরও অনেক ভাল বিষয় দেখানো হয়েছে। সেগুলোর জন্যই অন্তত এর মুক্তি আটকানো উচিত নয়।”
হরভজনের আগে এই বিতর্কে মুখ খুলেছেন মহশ ভট্টও। তাঁর মতে, “ভারতবর্ষ স্বাধীন এবং গণতান্ত্রিক দেশ। এই ভাবে কোনও ফিল্মের মুক্তি আটকে দেওয়া উচিত নয়।”
আরও পড়ুন:
আটকে ‘উড়তা পঞ্জাব’! মোদীকে খুশি করতে চান সেন্সর বোর্ড প্রধান?