Guru Randhawa Accident

গলায় ‘সার্ভিক্যাল কলার’, মাথায় ব্যান্ডেজ, হাসপাতালে গুরু রণধওয়া! হঠাৎ কী হল গায়কের?

গলায় সার্ভিক্যাল কলার। মাথায় ব্যান্ডেজ, গালে রক্তের ছোপ, চোখেমুখে চোটের দাগ। হঠাৎ কোন দুর্ঘটনার কবলে পড়লেন পঞ্জাবি গায়ক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫১
Share:
হাসপাতাল থেকে কী লিখলেন গুরু?

হাসপাতাল থেকে কী লিখলেন গুরু? ছবি: সংগৃহীত।

গুরুতর জখম গায়ক গুরু রণধাওয়া। হাসপাতালে ভর্তি পঞ্জাবি গায়ক। গানের পাশপাশি অভিনয় করছেন গুরু। এ বার সিনেমার সেটেই ঘটল দুর্ঘটনা। পরবর্তী ছবি ‘শওকিন সর্দার’-এর শুটিং করছিলেন। সেখানেই এক অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আহত হন গুরু।

Advertisement

গলায় সার্ভিক্যাল কলার। মাথায় ব্যান্ডেজ, গালে রক্তের ছোপ, চোখেমুখে চোটের দাগ। হাসপাতালের বিছানায় শুয়ে হাসিমুখেই ক্যামেরায় পোজ় দিয়েছেন গুরু। গায়ক সমাজমাধ্যমে লেখেন, “আমার প্রথম স্টান্ট। আমার প্রথম চোট। তবে মনোবল অটুট। বিন্দুমাত্র নড়চড় হয়নি। ‘শওকিন সর্দার’ ছবির সেটের স্মৃতি। এই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং করা খুব কঠিন।” হাসপাতালে শয্যাশায়ী গুরুকে দেখে উদ্বেগে তাঁর অনুরাগীরা। গুরুর এই ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন ম্রুণাল ঠাকুর, অনুপম খের, মিকা সিংহের মতো তারকারাও।

দিন কয়েক আগে মহাকুম্ভে গিয়ে স্নান সেরে এসেছেন। ফিরে শুটিং শুরু করতেই এই বিপত্তি। এই ছবিতে প্রেমের সঙ্গে ভরপুর অ্যাকশন করতে দেখা য়াবে গুরুকে। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী নিমৃত অহলুওয়ালিয়া। ছবিটি মুক্তি পাবে ২০২৬-এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement