Gulzar

‘কেন এই নির্মম দাঙ্গা তাকে মৃত্যুর জন্য বাছল?’ লিখলেন গুলজার

সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই তাঁর শব্দকে তুলে ধরেন গুলজার। এর মধ্যেই তাঁর লেখন ভাইরাল। গুলজারের এই প্রতিবাদের মূল ভাষা হিন্দি উর্দু মেশানো। আর ইংরেজিতে তিনি লিখেছেন, ‘‘শান্তির জন্য অপেক্ষা করছি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২৬
Share:

গ্রাফিক-তিয়াসা দাস।

আগুনে পুড়ছে জীবন। এই পোড়া গন্ধ তাঁর কলমে। তিনি গুলজার। দিল্লির আগুন থেকে শিশুর আর্তনাদে আজ তাঁর কলম বিপর্যস্ত! লিখলেন গুলজার…

Advertisement

সে তার ধর্মকে নিজে বেছে নেয়নি,

ধর্ম তার বাবা মায়ের কাছে পাওয়া।

Advertisement

আমরা তো আমাদের অভিভাবক নির্বাচন করি না।

সে তার দেশও নির্বাচন করেনি বা রাষ্ট্রও তার মতো করে তার কাছে আসেনি।

মাত্র ন’বছর বয়স,

কেন এই নির্মম দাঙ্গা

তাকে মৃত্যুর জন্য বাছল!

সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই তাঁর শব্দকে তুলে ধরেন গুলজার। এর মধ্যেই তাঁর লেখন ভাইরাল। গুলজারের এই প্রতিবাদের মূল ভাষা হিন্দি উর্দু মেশানো। আর ইংরেজিতে তিনি লিখেছেন, ‘‘শান্তির জন্য অপেক্ষা করছি। প্রতিবাদের আগুনে জ্বলছে দেশ, বিশ্ব।’’ গতকাল বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত-ব্যক্তিত্ব রজার ওয়াটার্সের কণ্ঠেও ধ্বনিত হল নাগরিক পঞ্জি বিরোধী স্বর। একদা পৃথিবী কাঁপানো ব্রিটিশ রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর প্রাক্তন সদস্য রজার প্রকাশ্য এক জনসভায় পাঠ করলেন ভারতীয় কবি ও সমাজকর্মী আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা যায়েগা’-র ইংরেজি তর্জমা। শুধু তাই নয়, নাগরিকত্ব সংক্রান্ত আইনকে ‘ফ্যাসিবাদী ও জাতিবৈষম্য সৃষ্টিকারী হিসেবেও বর্ণনা করলেন তিনি।

আরও পড়ুন-সাতপাকে বাঁধা পড়লেন জয়ী-পায়েল?

দেখুন গুলজারের সেই পোস্ট

আরও পড়ুন-অরিন্দমের ছবিতে এই প্রথম মিমি-পরম জুটি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement