ছবি: সংগৃহীত।
তিনি হিরো নম্বর ওয়ান। নব্বইয়ের দশকে ‘নম্বর ১’ যেন তাঁর ছবির ট্রেড মার্ক হয়ে গিয়েছিল। ‘নম্বর ১’ তকমাটি বলিউডে তাঁর সঙ্গে জড়িত ছিল ওতপ্রোত ভাবে। সেই ট্রেড মার্ককে এ বার ব্যবসায়িক জীবনেও ব্যবহার করে ফেলছেন তিনি, গোবিন্দা।
তাঁর কেরিয়ারের অন্যতম হিট ছবি ‘হিরো নম্বর ১’ মুক্তি পায় ১৯৯৭ সালে। গত বুধবার গোবিন্দা নিজের একটি রেস্তোরাঁ উদ্বোধন করেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টি কি জানেন? গোবিন্দা তাঁর এই রেস্তোরাঁর নাম দিয়েছেন ‘হিরো নম্বর ১’। পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেনে তাঁর এই রেস্তোরাঁটি ইতিমধ্যেই বেশ হিট।
এ প্রসঙ্গে গোবিন্দা বলেন, “বন্ধুরা সবসময়েই বলত পশ্চিম দিল্লিতে এমন একটি রেস্তোরাঁর দরকার যা নম্বর ১ হবে। তাই দিল্লিতে রেস্তোরাঁ খোলার সিদ্ধান্তটা নিয়ে ফেললাম। তা ছাড়া দিল্লির মানুষ এবং সংস্কৃতির সঙ্গে আমার একটা বিশেষ যোগ রয়েছে।”
আরও পড়ুন: 'অনুপম খের কোলেপিঠে করে আমাকে অভিনয় শিখিয়েছেন'
রেস্তোরাঁর ডিরেক্টররা জানান, পশ্চিম দিল্লিতে এমন একটা রেস্তোরাঁ খাদ্যপ্রিয় ও পার্টিপ্রিয় মানুষদের জন্য আদর্শ।
যে ভাবে একের পর এক ‘নম্বর ১’ সিনেমা করে দর্শকদের মন মাতিয়েছেন, সে ভাবেই তাঁর নম্বর ১ রেস্তোরাঁ দিল্লিবাসীদের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার।