Govinda Sunita Divorce

ছয় মাস আগে বিচ্ছেদের আবেদন, গোবিন্দ-সুনীতার দাম্পত্য নিয়ে মুখ খুললেন আইনজীবী

বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন সুনীতাই, তা-ও মাস ছয়েক আগে। এ কথা স্বীকার করেন আইনজীবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯
Share:
গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে কি সিলমোহর পড়ল!

গোবিন্দ-সুনীতার বিচ্ছেদে কি সিলমোহর পড়ল! ছবি: সংগৃহীত।

গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের খবরে সরগরম মায়ানগরী। গত কয়েক মাস ধরেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছিলেন সুনীতা। কখনও নিজের একাকিত্বের কথা জানিয়েছেন, কখনও আবার ছেলের প্রশংসা করে স্বামীকে পক্ষান্তরে দোষী করেছেন। এ বার ৩৭ বছরের দাম্পত্যে ইতি টানার পথে তারকা দম্পতি। যদিও তাঁদের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠেরা মানতে নারাজ গোবিন্দ-সুনীতার বিচ্ছেদের কথা। এ বার মুখ খুললেন তাঁদের আইনজীবী। বিচ্ছেদ চেয়ে আবেদন জানিয়েছিলেন সুনীতাই, তা-ও মাস ছয়েক আগে, স্বীকার করেন আইনজীবী।

Advertisement

যদিও এর মাঝে গোবিন্দের পায়ে গুলি লাগে। সেই সময় অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার দিনও সর্ব ক্ষণ সঙ্গে ছিলেন সুনীতা। আইনজীবী ললিত বিন্দালের কথায়, ‘‘আসলে দম্পতিদের মধ্যে এমনটা হয়েই থাকে। যদিও নতুন বছরে আমরা সকলে নেপালের পশুপতিনাথ মন্দিরে যাই। ওঁদের মধ্যে এখন সব ঠিকঠাক আছে। ওঁরা একসঙ্গে ছিলেন আর থাকবেন।’’ সুনীতার ম্যানেজারও তাঁদের বিবাহবিচ্ছেদের খবর উড়িয়ে দিয়েছেন। গোবিন্দ নিজেও জানান, আপাতত তাঁর কিছু ব্যবসার কাজ রয়েছে। আগামী দিনে একটি ছবির কাজেও ব্যস্ত থাকবেন তিনি। তাই অন্য কোনও দিকে নাকি মন দেওয়ার সময় নেই তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement