Maha Kumbh 2025

চুমু-কাণ্ডের পর মহাকুম্ভে সস্ত্রীক উদিত, উত্তরপ্রদেশ সরকারকে নিয়ে কী বললেন গায়ক?

সমাজমাধ্যমে একের পর এক কটাক্ষ। তাঁকে ঘিরে তীব্র ক্ষোভ নেটপাড়ায়। এ বার স্ত্রী দীপা নারায়ণকে নিয়ে মহাকুম্ভে পৌঁছোলেন উদিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫০
Share:
মহাকুম্ভের অন্তিমলগ্নে প্রয়াগরাজে উদিত।

মহাকুম্ভের অন্তিমলগ্নে প্রয়াগরাজে উদিত। গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে সমাজমাধ্যমে ভাইরাল গায়ক উদিত নারায়ণের চুমুর কিস্সা। একটি অনুষ্ঠানে গান গাইতে গাইতে তরুণীর ঠোঁটে ঠোঁট বসিয়ে দেন গায়ক। তার পরই সমাজমাধ্যমে উঠে আসে আরও এক অনুরাগীকে চুম্বনের ভিডিয়ো। শুরু হয় সমালোচনা। সমাজমাধ্যমে একের পর এক কটাক্ষ। তাঁকে ঘিরে তীব্র ক্ষোভ। এ বার পুণ্য অর্জন করতে স্ত্রী দীপা নারায়ণকে নিয়ে মহাকুম্ভে পৌঁছোলেন গায়ক।

Advertisement

একেবারে অন্তিম লগ্নে পৌঁছেছে মহাকুম্ভ। শিবারাত্রিতেই সমাপ্ত হবে দেড় মাসের মহামেলা। তাই শেষ মুহূর্তে পুণ্যস্নান সেরে নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন একাধিক তারকা, শিল্পপতি-সহ খ্যাতনামীরা। এ বার মহাকুম্ভে পৌঁছে উত্তরপ্রদেশ সরকারের প্রশংসায় পঞ্চমুখ গায়ক। তাঁর কথায়, ‘‘আমি খুবই খুশি যে ঈশ্বর আমাকে কুম্ভমেলায় আসার সুযোগ করে দিয়েছেন। ১৪৪ বছর পর এমন এক মহাজাগতিক ঘটনা ঘটে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। আমি ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’’

যদিও মহাকুম্ভ নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। কখনও শাহিস্নানের আগে পদপিষ্টের ঘটনা। কখনও আবার ‘হট এয়ার বেলুন’ বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে দর্শনার্থীর। আবার প্রয়াগ সঙ্গমে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে বিক্রির মতো ঘটনাও ঘটেছে। আবার এই ত্রিবেণি সঙ্গমেই সপরিবার ডুব দেন মুকেশ অম্বানী। শাশুড়িকে নিয়ে স্নান করেন ক্যাটরিনা কইফ। এই মহাকুম্ভেই সন্ন্যাস নিয়েছেন মমতা কুলকার্নি। কুম্ভস্নান করতে বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। বলিউড তারকা সমারোহে এ বার মহাকুম্ভে গ্ল্যামারের ছটা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement