Entertainment News

গৌরব-দেবলীনার অনস্ক্রিন প্রেম!

গৌরব, দেবলীনা ছাড়াও রাজেশ শর্মা, সন্দীপ ভট্টাচার্য, রুমকি চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ১২:৪৫
Share:

‘কোজাগরী’র লুকে গৌরব-দেবলীনা।

গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। টলিউড ইন্ডাস্ট্রির এই দুই তারকার ব্যক্তিগত রসায়ন নিয়েও চর্চা হয় বিভিন্ন মহলে। গৌরব প্রকাশ্যে এ সম্পর্কের কথা স্বীকার করলেও দেবলীনা সরাসরি মুখ খুলতে চাননি কখনও। এ বার এই জুটির কেমিস্ট্রি রিয়েল লাইফ থেকে পৌঁছে গেল রিল লাইফেও। সৌজন্যে পরিচালক সায়ন বসু চৌধুরির আসন্ন ছবি ‘কোজাগরী।’

Advertisement

ছবির মূল চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার। তাঁর চরিত্রের নাম সোহিনী। এক বিরল অসুখে আক্রান্ত। রোদ্দুরে বেরলেই তাঁর চামড়া পুড়ে যায়। সে কারণে কোনওদিনই বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেনি মেয়েটি। তার কোনও বন্ধু নেই।অন্যদিকে সোহিনীর বোন রূপসা একেবারেই স্বাভাবিক। ঠিক এখানেই সোহিনীর মানসিক প্রতিবন্ধকতা তৈরি হয়। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন এক গাইড। এই চরিত্রে অভিনয় করছেন গৌরব চট্টোপাধ্যায়। সোহিনী তাঁর প্রেমে পড়ে।এ বার কি সোহিনী স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? ঠিক এ ভাবেই এগোবে ‘কোজাগরী’র গল্প।

এ ধরনের চরিত্র দেবলীনার কেরিয়ারে প্রথম। তাঁর কথায়, ‘‘এই ধরনের রোগে আক্রান্ত এমন তো কাউকে দেখিনি। ফলে নিজেই হোমওয়ার্ক করেছি। যাঁরা এমন পেশেন্ট তাঁদের যেন খারাপ না লাগে সেটা মাথায় রাখব।’’

Advertisement

আরও পড়ুন, জন্মদিনে কী করছেন দিতিপ্রিয়া?

গৌরবের সঙ্গে প্রথম অনস্ক্রিন অভিনয়। কতটা এক্সাইটেড দেবলীনা? হেসে বললেন, ‘‘আমরা ইনস্টাগ্রামে এত অ্যাক্টিভ, এ বার দেখতে পাব স্ক্রিনে কেমন দেখতে লাগছে। শুনেছি ও খুব টেকনিক্যালি সাউন্ড। ফলে একসঙ্গে কাজ করে শিখতে পারব। আর আড্ডা মারার সুযোগও থাকবে।’’


এ ধরনের চরিত্র দেবলীনার কেরিয়ারে প্রথম।

‘কিছু না বলা কথা’র পর ‘কোজাগরী’ সায়নের দ্বিতীয় ছবি। তাঁর কথায়, ‘‘শারীরিক অসুস্থতা, কী ভাবে কোনও মানুষকে মানসিক ভাবেও অসুস্থ করে তোলে, তার প্রভাব কতটা চারপাশের লোকের ওপর পড়ে সেটাই দেখানোর চেষ্টা করব।’’

আরও পড়ুন, মুক্তি পেল সৃজিতের ‘এক যে ছিল রাজা’র টিজার

গৌরব, দেবলীনা ছাড়াও রাজেশ শর্মা, সন্দীপ ভট্টাচার্য, রুমকি চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে গোটা টিমের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement