Aamir Khan

আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটার আগেই কোন সিদ্ধান্ত নিলেন প্রেমিকা গৌরী

১৩ মার্চ আমির খান প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়া জুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:০৩
Share:
আমির প্রেমিকাকে প্রাকাশ্যে আনতেই কোন সিদ্ধান্ত নিলেন গৌরী?

আমির প্রেমিকাকে প্রাকাশ্যে আনতেই কোন সিদ্ধান্ত নিলেন গৌরী? ছবি: সংগৃহীত।

নিজের ষাটতম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। যদিও ফটোশিকারিদের সঙ্গে এখনও ততটা সম্পৃক্ত হতে পারেননি অভিনেতার প্রেমিকা। তবে সবটা শিখিয়ে-পড়িয়ে নেবেন বলেই জানিয়েছেন আমির। ১৩ মার্চ প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়া জুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর। আসলে গৌরীর সঙ্গে আলাপ করালেও তাঁর ছবি তুলতে মানা করেন আমির। কথা রেখেছেন আলোকচিত্রীরাও। রাতারাতি প্রচারের আলোয় চলে আসতেই কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতার প্রেমিকা?

Advertisement

১৪ মার্চ অভিনেতার জন্মদিন। সেই মতো বেশ কিছু আয়োজন করেছিলেন গৌরী। অভিনেতার বাড়ির বাগানে সাদা আলো গাছে নানা রকমের সজ্জা দিয়ে সাজানো, কেক থেকে খাওয়াদাওয়া সব কিছুর আয়োজন করেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিলেন। নিজের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট মুছে দিয়েছেন গৌরী। এখন তাঁকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। বরাবরই নিজের জীবনের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন আমির। তাঁর প্রেমিকাও গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান। সেই কারণেই কি এমন সিদ্ধান্ত নিলেন গৌরী!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement