Kartik Aaryan

বিয়ের আগেই শ্রীলীলার এক ছেলে, এক মেয়ে! দুই সন্তানের মায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কার্তিক?

২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়েছিলেন শ্রীলীলা। সেখানেই তিনি দত্তক নেন দুই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু গুরু আর শোভিতাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৩:৫৭
Share:

শ্রীলীলা দুই সন্তানের মা? ছবি: সংগৃহীত।

কার্তিক আরিয়ান আবারও প্রেমে পড়েছেন। এ বার তিনি তাঁর আগামী ছবির নায়িকা শ্রীলীলাকে নাকি চোখে হারাচ্ছেন! তাই নিয়ে সম্প্রতি কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিনেত্রী নোরা ফতেহি। সমাজমাধ্যমে তাঁর ব্যঙ্গ, “কোন অভিনেত্রীকে রেহাই দিয়েছেন আপনি?” নোরার ব্যঙ্গ অবশ্য চাপা পড়ে গিয়েছে কার্তিকের মা মালা তিওয়ারির বক্তব্যে। সম্প্রতি, এক আন্তর্জাতিক স্তরের পুরস্কারমঞ্চে তিনি জানিয়েছেন, তিনি চিকিৎসক বৌমা চান। ঘটনাক্রমে শ্রীলীলা ডাক্তারি পড়ছেন।

Advertisement

অভিনেতার মা কি তা হলে ছেলের প্রেমে সিলমোহর দিলেন? এই জল্পনা থিতিয়ে পড়তে না পড়তেই নতুন রটনা! শ্রীলীলা নাকি দুই সন্তানের মা। তাঁর এক ছেলে এবং এক মেয়ে! ব্যস, শুনে নতুন করে চোখ কপালে কার্তিক-অনুরাগীদের। আরিয়ান কি তা হলে দুই সন্তানের মাকে বিয়ে করতে চলেছেন? কৌতূহল তাঁদের।

কার্তিক এ বারেও নিশ্চুপ। এখনও এ বিষয়ে কোনও কথা বলেননি তাঁর মা-ও। এ দিকে, সদ্য ছেলেমেয়েদের প্রকাশ্যে এনেছিলেন শ্রীলীলা। খবর, ২০২২ সালে তিনি একটি অনাথ আশ্রমে গিয়েছিলেন। সেখানেই মুখোমুখি গুরু আর শোভিতার। পরে সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, দেখামাত্র বিশেষ ক্ষমতাসম্পন্ন দুই শিশুর প্রতি মায়া জন্মায় তাঁর। মনে হয়, দত্তক নিলে দুই শিশুর জীবন আরও উন্নত হতে পারে। সেই অনুভূতিই তাঁকে বিয়ের আগে দুই সন্তানের মায়ের আসনে বসিয়েছে।

Advertisement

শ্রীলীলার জন্মবৃত্তান্তও স্পর্শকাতর। বেঙ্গালুরুর স্ত্রীরোগ বিশেষজ্ঞ স্বর্ণলতার মেয়ে তিনি। শোনা যায়, শিল্পপতি সুরপানেনি শুভকর রাওয়ের সঙ্গে তাঁর মায়ের বিচ্ছেদের পর তাঁর জন্ম। অভিনেত্রী যখন বিনোদন দুনিয়ায় পা রাখেন তখন তাঁর নামের সঙ্গে সুরপানেনির নাম জুড়ে গিয়েছিল। পরে শ্রীলীলা এবং শিল্পপতি উভয়েই সেই সম্পর্ক অস্বীকার করেন। সংবাদমাধ্যমকে শিল্পপতি জানিয়েছিলেন, শ্রীলীলা তাঁর মেয়ে নন। তাঁর প্রাক্তন স্ত্রী স্বর্ণলতা বিচ্ছেদের পর অভিনেত্রীর জন্ম দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে এ-ও অনুরোধ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে যেন শ্রীলীলার নাম আর কখনও জুড়ে দেওয়া না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement