Shah Rukh Khan-Gauri Khan

শাহরুখকে খুন করতে চেয়েছিলেন গৌরীর ভাই! এত রাগের কারণ কী?

চূড়ান্ত বিদ্বেষ। শাহরুখকে দেখলেই নাকি খুনে রাগ চেপে যেত গৌরীর ভাইয়ের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ ২০:২১
Share:

গৌরী-শাহরুখ। ছবি: সংগৃহীত।

প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবন তাঁদের। শাহরুখ খান–গৌরী খানের প্রেমকাহিনি এখন অনেকেরই জানা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তাঁরা। পঞ্জাবি পরিবারের মেয়ে গৌরী ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। তবে ধর্ম কোনও দিনই তাঁদের ভালবাসায় অন্তরায় হতে পারেনি। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল গৌরীর পরিবারের। হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করায় এক সময় গৌরীর ভাইয়ের চক্ষুশূল হতে হয় শাহরুখকে। চূড়ান্ত বিদ্বেষ, শাহরুখকে দেখলেই নাকি খুনে রাগ চেপে যেত গৌরীর ভাইয়ের।

Advertisement

২৬-এ পা দিয়েছেন শাহরুখ, গৌরী তখন ২১। সেই সময় পরিবারের সঙ্গে শাহরুখের আলাপ করান । শাহরুখ ভিন্ ধর্মের বলেই আপত্তি ছিল গৌরীর ভাই বিক্রান্ত ছিব্বড়ের। এক সাক্ষাৎকারে গৌরী বলেন, ‘‘আমার ভাই বিক্রান্তের চক্ষুশূল ছিল শাহরুখ। যদিও মানুষ হিসেবে আমার ভাই শান্ত প্রকৃতির, উদার। কিন্তু শাহরুখকে দেখলেই ওর মুখ-চোখ লাল হয়ে যেত। আসলে আমাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর ছিল। মনে মনে কত বার যে শাহরুখকে ও খুন করেছে, তার কোনও কূলকিনারা নেই।’’ শুধু যে রাগ দেখিয়ে ক্ষান্ত হয়েছেন এমনটা নয়, শাহরুখকে মারার হুমকি পর্যন্ত দেন। কিন্তু গোটা ঘটনায় শাহরুখের কী প্রতিক্রিয়া ছিল? গৌরী জানান, গোটা বিষয়টা নিয়ে অবগত ছিলেন শাহরুখ। তবে কখনও পাল্টা রাগ দেখাননি অভিনেতা। গৌরীর ভাইয়ের প্রায় চার বছর সময় লাগে শাহরুখকে মেনে নিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement