Gauri Khan

‘মন্নত’ ছেড়েছে পরিবার, এ বার ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী! কত টাকা মুনাফা হল তাঁর?

মালিকানাধীন একটি ফ্ল্যাট বিক্রি করলেন গৌরী খান। আড়াই বছরের পুরনো সম্পত্তিটি থেকে তিনি কয়েক কোটি টাকা মুনাফা করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৮:০২
Share:
image of Gauri Khan

গৌরী খান। ছবি: সংগৃহীত।

ফ্ল্যাট বিক্রি করে বিশাল অঙ্কের টাকা মুনাফা হল গৌরী খানের। খবর, সম্প্রতি শাহরুখ খানের পত্নী মুম্বইয়ের দাদর অঞ্চলে বিলাসবহুল আবাসনে একটি সম্পত্তি বিক্রি করেছেন। তা থেকে গৌরীর কয়েক কোটি টাকা মুনাফা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

খবর, গৌরী ফ্ল্যাটটি ১১ কোটি ৬১ লক্ষ টাকায় বিক্রি করেছেন। প্রায় ২০০০ বর্গফুটের ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দু’টি গাড়ি রাখার জায়গা। ২০২২ সালের অগস্ট মাসে ৮ কোটি ৫০ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছিলেন গৌরী। মার্চ মাসে দু’পক্ষ কাগজপত্রে সইসাবুদ করেছেন। রিয়্যাল এস্টেট বিশেষজ্ঞদের একাংশের মতে, চলতি বছরে ফ্ল্যাটটির বিক্রয়মূল্য প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আড়াই বছরে ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় ৩ কোটি ১০ লক্ষ টাকা মুনাফা হয়েছে গৌরীর। তবে এই ফ্ল্যাটটি গৌরী কেন বিক্রি করেছেন, তা কিন্তু এখনও স্পষ্ট নয়।

এ দিকে শাহরুখের বাড়ি ‘মন্নত’-এ মেরামতির কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, অভিনেতা আপাতত তাঁর পরিবারকে নিয়ে পালি হিলের একটি বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেছেন। ‘মন্নত’-এ মেরামতির কাজ শুরু হবে বলেই এই নতুন বাড়িটি ভাড়া নিয়েছিলেন শাহরুখ। শোনা যাচ্ছে, আগামী দু’ বছর ধরে ‘মন্নত’-এ মেরামতির কাজ চলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement