বোকাবাক্সের টানে এখনও ঘরের কোণে বছরভর বাঙালি। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
লোক-লৌকিকতা বাঙালি অনেক আগেই ভুলেছে। নিজের পিসিমা জ্বরে ভুগছেন। খবর নেওয়া হোক না হোক, ছোট পর্দায় ‘বাবুর মা’-এর কীর্তিকলাপ কিন্তু রোজ জানা চাই-ই। কিংবা ‘শ্যামলী’, যে কিনা উদারনৈতিকতার জীবন্ত উদাহরণ। নিজে দাঁড়িয়ে থেকে স্বামী ‘অনিকেত’-এর বিয়ে দিল! আরও আছে। এ বেলা ও বেলা ‘রোশনাই’ বদলে যাচ্ছে! ‘এভি’ কি শেষ পর্যন্ত ‘কথা’কে ভালবাসল? একুশ শতকেও তৃতীয় দশকেও বিকেল নামলেই অন্তঃপুরবাসিনীরা ‘বোকাবাক্সতে বন্দি’!
কোন কোন ধারাবাহিক না দেখতে পেলে বাঙালিনীদের দুপুরের ভাত হজম আর রাতের ঘুম হয় না? রেটিং চার্ট বলছে, তালিকায় ‘ফুলকি’, ‘কথা’, ‘জগদ্ধাত্রী’, ‘গীতা এলএলবি’, ‘নিমফুলের মধু’। পাঁচটি ধারাবাহিক নাকি একাধারে পঞ্চবাণ আবার বিশল্যকরণী! জনপ্রিয় চরিত্রদের কাণ্ড-কারখানা দেখতে না পেলে নাকি ঘরে ঘরে ‘গেল গেল’ রব ওঠে। নিয়মিত দেখলেই ঠোঁটে হাসি চোখে জল...। কেন তারা সেরা পাঁচ? খোঁজে আনন্দবাজার অনলাইন।
ফুলকি:
ধারাবাহিক ‘ফুলকি’। ছবি: ফেসবুক।
মধ্যবিত্ত পরিবারের এক বিবাহিত মেয়ে বক্সিং রিংয়ে লড়ছে। তাকে সব রকমের সহযোগিতা করছে স্বামী। বাস্তবে ক’টা বাড়িতে এমন ঘটে? ছোট পর্দায় অনায়াসে ঘটছে। ফুলকি, গ্রামের মেয়ে, প্রতিভা নিয়ে শহরে। বিয়ে হয়েছে এক অনুভূতিপ্রবণ মানুষের সঙ্গে। যে স্ত্রীর প্রতিভা প্রকাশ্যে আনতে চায়। এ ছাড়া, নানা প্রতিকূলতা, পরকীয়া— এ সব তুরুপের তাস আছেই। ধারাবাহিকে প্রথম নায়িকা হয়েই দর্শকদের ভালবাসা জনপ্রিয় দিব্যাণী মণ্ডল। বিপরীতে অভিষেক বসুর মহিলা অনুরাগীর সংখ্যাও যথেষ্ট বেশি। পরিচালনায় রাজেন্দ্র প্রসাদ দাস। যাঁর পরিচালনার জোরে ছোট পর্দার ব্লকবাস্টার ‘রাণী রাসমণি’, ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক। এত কিছু এক ধারাবাহিকে থাকছে বলেই রেটিং চার্টে প্রায় প্রতি সপ্তাহেই প্রথম ‘ফুলকি’।
কথা:
ধারাবাহিক ‘কথা’। ছবি: স্টার জলসা।
সদ্য হাতে গুলি খেয়েছে কথা। এভি তাকে চোখে হারাচ্ছে। এরই মধ্যে বড়দিন বিশেষ করতে নিজের রেস্তোরাঁয় এলাহি আয়োজন করে ফেলেছে সে। সপরিবার সেখানে উদ্যাপন হবে। স্টার জলসার এই ধারাবাহিক দিয়ে দীর্ঘ দিন পরে ছোট পর্দায় সাহেব ভট্টাচার্য ওরফে ‘এভি’। বিপরীতে সুস্মিতা দে। সাহেব-সুস্মিতার রসায়ন প্রথম দিন থেকে জমে যাবে, বোধহয় ওঁরাও আশা করেননি। তার উপরে প্রেমের গুঞ্জন। সব মিলিয়ে সাহেব-সুস্মিতা থুড়ি ‘এভি’ আর ‘কথা’কে চোখে হারাচ্ছেন দর্শক। রেটিং চার্টেও তাই প্রথম পাঁচে ধারাবাহিক।
গীতা এলএলবি:
ধারাবাহিক ‘গীতা এলএলবি’। ছবি: স্টার জলসা।
অনেকেই স্বপ্ন দেখেন, বাড়ির মেয়েটি আইনজীবী হবেন। অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। ক’জনের স্বপ্ন সত্যি হয়? স্নেহাশিস চক্রবর্তীর ‘গীতা’র বাবাও সেই স্বপ্ন দেখতেন। তিনি পারেননি। তাঁর মেয়ে পেরেছে। এমন অনেক মা-বাবার স্বপ্ন সত্যি হয়েছে ছোট পর্দায়। তার উপরে নায়িকা টাটকা মুখ, হিয়া মুখোপাধ্যায়। উপরি পাওনা বড় পর্দার দাপুটে খলনায়ক সুপ্রিয় দত্ত। সাধারণত, শাশুড়ি-বৌমার চুলোচুলি দেখে দর্শক অভ্যস্ত। এই ধারাবাহিক সেই হিসাবও বদলে দিয়েছে। শ্বশুর-বৌমার আদালতে ঝগড়াঝাটি ক্যয়াবাত! ধারাবাহিকও রেটিং চার্টের প্রথম পাঁচে জ্বলজ্বল করছে।
জগদ্ধাত্রী:
ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ছবি: ফেসবুক।
বাড়িতে বসে যদি আইপিএস অফিসারের কীর্তিকলাপ দেখতে পাওয়া যায়, মন্দ কী? উপরি পাওনা শাশ্বত চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, দেবলীনা দত্ত, নীল মুখোপাধ্যায়, অলোক সান্যাল (লালবাজার, সহ-কমিশনার)-এর মতো জনপ্রিয় অভিনেতাদের আনাগোনা। হালে বারাণসী দর্শনও ঘটাল স্নেহাশিস চক্রবর্তীর এই ধারাবাহিক। সব মিলিয়ে প্রায় দু’বছর পরেও ‘জগা’ আর ‘সয়ম্ভূ’র আকর্ষণ অপ্রতিরোধ্য। তার উপরে এক নারী অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন। এমন মারকুটে মেয়ে মা হয়েছে সদ্য। দর্শক কী ভাবে মুখ ফিরিয়ে থাকে?
নিমফুলের মধু:
ধারাবাহিক ‘নিমফুলের মধু’। ছবি: ফেসবুক।
শুরু থেকেই ‘বাবুর মা’ ওরফে অরিজিতা মুখোপাধ্যায় ধারাবাহিক জমিয়ে দিয়েছেন। তিনি নায়ক সৃজনের মা। এই ধারাবাহিক দিয়ে অনেক বছর পরে ছোট পর্দায় ফিরলেন পল্লবী শর্মা। বিপরীতে রুবেল দাস। কিন্তু তাঁদের ছাপিয়ে গেলেন অরিজিতা, এ কথা বলাই যায়। ওঁর ‘বাবু’ ডাক সকলের মুখে মুখে ফিরেছে। অরিজিতার যোগ্য দোসর ‘বাবুর জেঠা’ সুব্রত গুহ রায়। ছোট পর্দায় তিনি দত্ত বাড়ির বড় ছেলে ‘অখিলেশ দত্ত’। এই দুই চরিত্রের হম্বিতম্বি যত মিম হয়েছে ততই ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়েছে। এ ছাড়া, নায়িকা ‘পর্ণা’র স্বপ্নে রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষ চন্দ্র বসুর আসা-যাওয়া ছিল। এত বৈচিত্র যেখানে দর্শক তো জমবেই সেখানে।