Entertainment News

শাশুড়ি ভাল, নাকি বউমা? চোখ রাখুন ‘মুখার্জীদার বউ’-এ

শাশুড়ির ভূমিকায় রয়েছেন অনসূয়া মজুমদার এবং বউমা কনীনিকা বন্দ্যোপাধ্যায়। শাশুড়ি-বউয়ের সম্পর্কের জটিলতা, গভীরতা, ভাল-মন্দ মিশিয়ে এগোবে ছবির গল্প।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৮:১৫
Share:

এই ভাবেই সাজানো হয়েছে পোস্টার।

প্রশ্ন: বউমা সম্পর্কে পাঁচটি খারাপ কথা:

Advertisement

উত্তর: অলক্ষ্মী, অকম্মা, ন্যাকা, মুখরা, বাঙাল।

প্রশ্ন: শাশুড়ি সম্পর্কে পাঁচটি ভাল কথা:

Advertisement

উত্তর: অনুমান করার দায়িত্ব আপনার।

ঠিক এ ভাবেই মুক্তি পেল ‘উইন্ডোজ’ প্রোডাকশনের আসন্ন ছবি ‘মুখার্জীদার বউ’-এর প্রথম পোস্টার। শাশুড়ির ভূমিকায় রয়েছেন অনসূয়া মজুমদার এবং বউমা কনীনিকা বন্দ্যোপাধ্যায়। শাশুড়ি-বউয়ের সম্পর্কের জটিলতা, গভীরতা, ভাল-মন্দ মিশিয়ে এগোবে ছবির গল্প। লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন পৃথা চক্রবর্তী।

তবে এ ছবি একেবারেই শুধুমাত্র মহিলাদের জন্য নয়। পুরুষদের জন্যও, আগেই জানিয়েছিলেন এ ছবির প্রেজেন্টার নন্দিতা রায়। দৈনন্দিনতার এক আলাদা আঙ্গিক বোনা হয়েছে ছবি জুড়ে। অনসূয়া, কনীনিকা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এ ছাড়াও অপরাজিতা আঢ্য, বাদশা মৈত্র, বিশ্বনাথ বসুর মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি মুক্তি পাবে আন্তর্জাতিক নারী দিবসে, অর্থাত্ আগামী ৮ ফেব্রুয়ারি।

আরও পড়ুন, বিমানে মিমির পাশে আসন, পাল্টে দিতে বললেন অঙ্কুশ!

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement