Kangana Ranaut

বহু কাঠখড় পুড়িয়ে বোঝা নামল কঙ্গনার মাথা থেকে! কবে মুক্তি পাচ্ছে তাঁর ‘ইমার্জেন্সি’

শিখ ভাবাবেগে আঘাতের অভিযোগ, আইনি লড়াই, নির্দিষ্ট দৃশ্যে কাঁচি- কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ছবি ঘিরে ঘটনার ঘনঘটা। তবে আইনি জট কাটিয়ে ছবি মুক্তির দিন ঘোষণা হল অবশেষে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৫:২৬
Share:

অবশেষে চাপমুক্ত কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

অবশেষে বহু কাঠখড় পোড়ানোর পরে স্বস্তিতে কঙ্গনা রানাউত। বহু দিন ধরেই নিজের পরিচালিত ছবি ‘ইমার্জেন্সি’ নিয়ে উত্তেজিত ছিলেন অভিনেত্রী। ছবি মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত ছিল। মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ৬ সেপ্টেম্বর। কিন্তু বাধ সেধেছিল আইনি জট। তবে গত মাসেই সেই আইনি জট কাটার কথা ঘোষণা করেন কঙ্গনা। পাশাপাশি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার কথাও জানান পরিচালক-অভিনেত্রী। তবে আইনি জটিলতার কারণে বার বার ছবি মুক্তির দিন পিছিয়েছে। এ বার ছবি মুক্তির দিন চূড়ান্ত হল। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ইমার্জেন্সি’, ঘোষণা কঙ্গনার।

Advertisement

ইনস্টাগ্রামে ছবির পোস্টার ভাগ করে কঙ্গনা লিখেছেন, “ভারতের সবচেয়ে শক্তিশালী মহিলাকে নিয়ে তৈরি ছবি মুক্তি পাচ্ছে ২০২৫-এর ১৭ জানুয়ারি। দেখা যাবে এমন কিছু মুহূর্ত যা ভারতের ভাগ্য নির্ধারণ করেছিল।”

এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। চিত্রনাট্যও লিখেছেন নিজেই। ছবির ছাড়পত্র পেয়ে কঙ্গনা লিখেছিলেন, “আমরা আমাদের ছবি ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র হাতে পেয়েছি। খুব শীঘ্র আমরা ছবি মুক্তির দিন ঘোষণা করব। আপনাদের ধৈর্য্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।”

Advertisement

কঙ্গনার এই ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছিলেন অভিনেত্রী। এর পর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে। কঙ্গনা অভিযোগ করেছিলেন, সেন্সর বোর্ড অহেতুক তাঁদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। সেন্সর বোর্ডের তরফে আইনজীবী অভিনব চন্দ্রচূড় আদালতে জানিয়েছিলেন, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে। অবশেষে সেই ছাড়পত্র পেয়ে ছবি মুক্তির ঘোষণাও হল। কঙ্গনা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তলপড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement