Vikram Bhatt on Aamir Khan

যৌনতার জন্য নতুন সম্পর্কে আমির? ৬০ বছর বয়সের প্রেম-বিতর্কে মুখ খুললেন পরিচালক বিক্রম ভট্ট

৬০ বছরের জন্মদিনে নতুন প্রেমিকার কথা প্রকাশ্যে এনেছেন আমির। সেই সম্পর্ক নিয়ে নানা রকমের কটাক্ষ ধেয়ে এসেছে অভিনেতার দিকে। তবে আমিরকেই সমর্থন করছেন বিক্রম।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৩:৪০
Share:
Filmmaker Vikram Bhatt supports Aamir Khan for finding love at the age of 60

আমিরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিক্রম ভট্ট। ছবি: সংগৃহীত।

প্রেমে পড়েছেন আমির খান। নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সকলকে। গৌরীর সঙ্গে ২৫ বছর আগে প্রথম দেখা হয়েছিল তাঁর, কিন্তু তার পরে ছিল না কোনও যোগাযোগ। ফের দু’ বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় আমিরের। এই বয়সে এসে স্রেফ শান্তি খুঁজছিলেন তিনি, গৌরীর মধ্যেই সেই শান্তি খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন আমির। বলি তারকার নতুন সম্পর্ক নিয়ে এ বার মুখ খুললেন বিক্রম ভট্ট।

Advertisement

৬০ বছরের জন্মদিনে নতুন প্রেমিকার কথা প্রকাশ্যে এনেছেন আমির। সেই সম্পর্ক নিয়ে নানা রকমের কটাক্ষ ধেয়ে এসেছে আমিরের দিকে। তবে অভিনেতাকেই সমর্থন করছেন বিক্রম। তাঁর মতে, বয়স কেবল একটি সংখ্যামাত্র। সুখ খুঁজে পাওয়ার কোনও নির্দিষ্ট বয়স নেই। বিক্রমের প্রশ্ন, “আমি যদি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তা হলে আমির কেন ৬০ বছর বয়সে সঙ্গী খুঁজে পেতে পারেন না? বয়স কেবলই একটা সংখ্যা। জীবন যত এগোতে থাকে, সম্পর্ক বা যৌনতা নিয়ে উত্তেজনা কমতে থাকে। এই বয়সে শুধুই একাকিত্ব দূর করতে মানুষ একজন ভাল সঙ্গী খোঁজে।”

আমিরও জীবনের পথে চলার জন্য একজন সঙ্গীই খুঁজেছেন বলে দাবি বিক্রমের। পরিচালকের কথায়, “কেউ একজন রয়েছে হাত ধরার জন্য। কেউ একজন রয়েছে মনের কথা বোঝার জন্য। কেউ একজন পাশে থেকে বলবে, সব ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি, আমির ঠিক এমন একজন মানুষকেই খুঁজে পেয়েছেন। আমি ওঁকে শুভেচ্ছা জানাই কারণ,উনি মানুষ হিসেবে অসাধারণ।”

Advertisement

উল্লেখ্য, আমিরের প্রেমিকা ছ’বছরের এক পুত্রসন্তানের মা। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। তবে বর্তমানে আমিরের সঙ্গেই থাকছেন মুম্বই শহরে। অভিনেতার প্রযোজনা সংস্থাতেই কাজ করছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement