পদ্মপ্রিয়া, আবির ও অনিরুদ্ধ
ঔপন্যাসিকেরও যেমন ছোট গল্প লিখতে ইচ্ছে করে, তেমনই ফিচার ফিল্ম পরিচালকেরও মনে হয় একটা শর্ট ফিল্ম বানাতে।
কথাগুলো বলছিলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। ‘পিঙ্ক’-এর পর যিনি একটি শর্ট ফিল্ম করতে চলেছেন। এর জন্য তিনি কলকাতাতেও এসেছেন। আগামী সপ্তাহেই হবে তাঁর ছোট ছবির শ্যুটিং। যেখানে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় এবং পদ্মপ্রিয়া। আবিরের সঙ্গে এই প্রথম কাজ করছেন অনিরুদ্ধ। পদ্মপ্রিয়া ছিলেন তাঁর ‘অপরাজিতা তুমি’তে। সম্প্রতি ‘শেফ’ ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা।
নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে একটি প্রেমের গল্প বলছেন পরিচালক। ‘‘ছবিটা সাইকোলজিক্যাল লভ স্টোরি বলা যেতে পারে। গল্প আমি লিখেছি। চিত্রনাট্য শ্যামল সেনগুপ্তর,’’ বলেন পরিচালক।
হঠাৎ শর্ট ফিল্ম করার কথা ভাবলেন? ‘‘আমি তো দু’-আড়াই বছর অন্তর ছবি করি। মাঝখানে এই ধরনের কাজ করতেও ভাল লাগে। আসলে বিজ্ঞাপন নির্মাতা তো, স্বল্প পরিসরে গল্প বলতে পছন্দ করি। এর আগেও একটা শর্ট ফিল্ম করেছি...,’’ বলছিলেন অনিরুদ্ধ।
বাংলায় শর্ট ফিল্ম করলেও আগামী ছবি হিন্দিতেই। সেই ছবির কাজ কতদূর? জানালেন, দু’-তিনটে চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। এখন অভিনেতা বাছাইয়ের কাজ চলছে। ‘‘মুম্বইয়ে যে কোনও কিছু প্রসেস হতে সময় নেয়। আপাতত বিভিন্ন অভিনেতার সঙ্গে কথাবার্তা চলছে। আগামী বছরের শুরুর দিকেই কাজ আরম্ভ করব,’’ বক্তব্য অনিরুদ্ধর।