‘মহালয়া’র পোস্টার।
১৯৭৬। বেতারের ইতিহাসে স্বতন্ত্র এক অধ্যায়। ওই বছরই ‘মহিষাসুরমর্দিনী’ মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে শুনেছিলেন বাঙালি। সেটা সম্ভবত উত্তমের কেরিয়ারে অন্যতম ব্যর্থতা। সেই ঘটনাকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক সৌমিক সেন। সৌজন্যে তাঁর সদ্য মুক্তি প্রাপ্ত ছবি ‘মহালয়া’। এর প্রযোজনার দায়িত্বে ছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।
গত ১ মার্চ মুক্তি পেয়েছে এই ছবি। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, এক সপ্তাহ পেরিয়ে গিয়েও বেশ কিছু জায়গায় হাউজফুল। নন্দন, স্টার থিয়েটার, সাউথ সিটি, ব্যারাকপুরের জয়ন্তী, মিনার সব বেশ কিছু সিনেমা হলে গোটা সপ্তাহ জুড়ে প্রায় হাউজফুল চলেছে বলে জানিয়েছেন তাঁরা।
এ ছবি আদতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। বাঙালির বেতার নস্ট্যালজিয়ায় জড়িয়ে থাকা অন্যতম নাম। শুধু ‘মহিষাসুরমর্দিনী’র বীরেন্দ্র নন, ব্যক্তি মানুষকেও পর্দায় ধরেছেন পরিচালক। এই ভূমিকায় অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। অন্যদিকে উত্তম কুমারের চরিত্রে যিশু সেনগুপ্ত। দুই অভিনেতাই প্রশংসা পেয়েছেন দর্শকদের।
আরও পড়ুন, ‘যিশু কি উত্তমকুমার হয়ে উঠল? না করে ছবিটা নিয়ে সমালোচনা করলে ভাল’
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)