শুভেন্দু চট্টোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্য়ায়
চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায়। ১৯৭০ থেকে ’৮০-র দশকের সেই সুদর্শন নায়কের ছবি ফুটে উঠল তাঁর ছেলের ইনস্টাগ্রামে। পিতৃদিবসে বাবার কথা মনে পড়ছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে শাশ্বত আজ নিজেও এক জন বাবা। নিজের কথাও তাই লিখলেন একই পোস্টে।
দু’টো ছবি পোস্ট করলেন শাশ্বত। বাঁ-দিকে সাদা-কালো ছবিতে শুভেন্দু আর ছোট্ট শাশ্বতর ছবি। ডান দিকে শাশ্বত এবং তাঁর মেয়ে হিয়ার পুরনো একটি রঙিন ছবি।
বাবার সঙ্গে শাশ্বত (বাঁ দিকে), মেয়ের সঙ্গে শাশ্বত (ডান দিকে)
ছবির সঙ্গে শাশ্বত লিখলেন, ‘বাপিকে আমি চিরকাল একজন বন্ধু হিসেবে দেখে এসেছি। কিন্তু একই সঙ্গে তিনি আমার পথপ্রদর্শক এবং অনু্প্রেরণা। ভালবাসা, স্নেহ, শিক্ষা— সব পেয়েছি বাপির কাছে। এরই মাঝে নিজে এক জন বাবা হয়ে ওঠার রাস্তাও বাপিই দেখিয়েছেন আমায়। এই যাত্রপথের সবটাই ভালবাসায় ভরা।’ তার পরে শুভেন্দুর উদ্দেশে শাশ্বতর প্রতিজ্ঞা, ‘বাপি, আমি কথা দিচ্ছি, আমার মেয়ের যোগ্য বাবা হয়ে উঠব। শুভ পিতৃদিবস বাবা।’