Basantokumar Chakraborty

পিতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী

মৃত্যুর সময় বাবার কাছে ছিলেন না মিঠুন। লকডাউন শুরুর আগে শ্যুটিংয়ের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২০ ২৩:১৮
Share:

বাবা বসন্তকুমার চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তী।—ছবি সংগৃহীত।

প্রয়াত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃক্কনালীর সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন তিনি।

Advertisement

লকডাউন শুরুর আগে শুটিংয়ের কাজে বেঙ্গালুরু গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। হঠাৎ করেই লকডাউন শুরু হওয়ায় সেখানেই আটকে পড়েন। তাই বাবার শেষকৃত্যে থাকা হল না মিঠুনের। তবে তাঁর ছেলে বসন্তকুমার চক্রবর্তী-র শেষকৃত্যে উপস্থিত ছিলেন।

মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তী ক্যালকাটা টেলিফোনসে চাকরি করতেন ৷ জীবনের শুরুর দিকে স্ত্রী শান্তিময়ী দেবী, পুত্র মিঠুন ও তাঁর তিন মেয়েকে নিয়ে কলকাতাতেই থাকতেন তিনি ৷ তারপর বৃদ্ধ বয়সে মুম্বইয়ে ছেলের কাছে যান ৷

Advertisement

আরও পড়ুন: খাবারের জন্য মানুষ ছুটছে, এর পরেও খাওয়া নিয়ে বড়াই: অরিন্দম শীল

আরও পড়ুন: মুম্বইতে ফুটপাতবাসী, ভিন রাজ্যের শ্রমিকদের চাল-ডাল বিলি করছেন জিৎ গঙ্গোপাধ্যায়

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement