Farida Jalal

‘শাহরুখের সচিব যদি দয়ালু না হন, আমি কী করব!’ কেন বললেন ফরিদা জালাল?

আগে নিয়মিত ফোনালাপ চলত শাহরুখ ও সলমনের সঙ্গে। কিন্তু এখন শাহরুখ খানের নাগাল পাওয়াই দুষ্কর হয়ে উঠেছে ফরিদা জালালের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ২১:১৩
Share:

(বাঁ দিকে) শাহরুখ খান। ফরিদা জালাল (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

পর্দায় একসঙ্গে অভিনয়। অথচ এখন শাহরুখ খানের নাগাল পাওয়াই দুষ্কর হয়ে উঠেছে ফরিদা জালালের। কাঁধে অস্ত্রোপচারের সময় শাহরুখই সাহস জুগিয়েছিলেন অভিনেত্রীকে। আগে নিয়মিত ফোনালাপ চলত শাহরুখ ও সলমনের সঙ্গে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ কমে যায়, ক্রমে দূরত্বের সৃষ্টি হয়।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অভিনেতাদের ফোন নম্বর বদল হয়েছে। তাই তিনি শত চেষ্টা করেও তাঁদের কাছে পৌঁছতে পারছেন না। বলেন, “শাহরুখের সাফল্যে আমি যারপরনাই খুশি। ওকে ফোন করে বলতে চাই, ‘বাচ্চা, খুব ভাল’। এ বার বলুন, আমি কী ভাবে দেখা করব?” শাহরুখের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে ফরিদা অভিনীত চরিত্র দর্শকের মনে জায়গা করে নিয়েছিল।

“আমি ফোন করতেই থাকি, ও পারে নিঃশব্দ। নম্বর যখন পাল্টে ফেলেছে তখন তো শাহরুখের এটা ভাবা উচিত ছিল মানুষ কী ভাবে ওর সঙ্গে যোগাযোগ করবে!” যোগ করেন ফরিদা। অভিনেতার সচিবের মারফত দেখা করার চেষ্টাও করেছিলেন তিনি। বলেন, “শাহরুখের সচিব যদি দয়ালু না হন তা হলে আমি কী করব!” সম্প্রতি ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজ়ে দেখা মিলেছে ৭৫ বছরের অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement