ফারদিন খান।
১৯৯৮ সালে ‘প্রেম আগুন’ ছবির মাধ্যমে বলিউডে পথ চলা শুরু। প্রথম ছবিতেই নবাগত হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আসে ফিরোজ-পুত্র ফারদিন খানের ঝুলিতে। এরপর ‘ফিদা’, ‘প্যায়ার তুনে কেয়া কিয়া’, ‘নো এন্ট্রি’র মতো একাধিক হিট ছবিতে কাজ করেও কেরিয়ার গ্রাফ ধরে রাখতে পারেননি। ২০১০ সালে শেষ তাঁকে ‘দুলহা মিল গয়া’ ছবিতে দেখা যায়।
এরপর বলিউড থেকে আচমকাই উধাও হয়ে যান তিনি। ২০১৬ সালে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই, ফের তিনি চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। ওজন বাড়িয়ে চেনা ফারদিন তখন সম্পূর্ণ অচেনা। ফোলা গাল, বিশালাকার চেহারার ফারদিনের সঙ্গে সেই পুরনো ফারদিনের কোনও মিল নেই। তারপরই তাঁকে নিয়ে শুরু হয় নানা ধরনের কথা। রীতিমত ‘বডি শেমিং’-এর শিকার হন অভিনেতা।
কেটে গিয়েছে ৪টে বছর। এ বার নতুন ভাবে সামনে এলেন ফারদিন। মেদ ঝরিয়ে এখন তিনি সম্পূর্ণ ফিট। সম্প্রতি তাঁকে ‘দিল বেচারা’র পরিচালক মুকেশ ছাবড়ার অফিসে যেতে দেখা যায়। ধূসর রঙের টি-শার্ট, চোখে সানগ্লাস এবং ডেনিমে ফারদিন ফের আগের মতোই। তা হলে কি বলিউডে কামব্যাক করতে চলেছেন তিনি? প্রশ্নের উত্তর এখনও অধরা।
A post shared by Manav Manglani (@manav.manglani)
যদিও ওজন বেড়ে যাওয়া নিয়ে কোনওদিনই মাথাব্যাথা করেননি ফারদিন। সব রকমের বডি শেমিং, বিরূপ মন্তব্যকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, তিনি জীবনে খুবই খুশি এবং নিজেকে নিয়ে একটুও লজ্জিত নন।
আরও পড়ুন: মঞ্চ জুড়ে সভাসদ দেবশংকর, কৌশিক, পৌলোমী, দীপা, নেই শুধু ‘রাজা লিয়র’ সৌমিত্র
সারাকে একটি ছবি ইনস্টাগ্রাম থেকে মুছে ফেলতে বলেন বরুণ