robibar

এক রবিবারের গল্প যা বদলে দেবে দু’টো জীবন: প্রথম পর্ব

দেখুন অতনু  ঘোষের পরবর্তী ছবি ‘রবিবার’ এর খোলা অ্যালবাম...

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯ ১১:২৬
Share:

রবিবারে প্রসেনজিৎ এবং জয়া। নিজস্ব চিত্র।

এই গল্পটা অসীমাভ আর সায়নীর। এক রবিবারের গল্প। একটা রবিবার বদলে দেবে দুটো জীবন।

Advertisement

রেলিং ঘেঁষে টুপটাপ ঝরছে সে দিন..... মনের খেয়ালি ওম!

উষ্ণতা আর আলো আঁধারীর বেলায় প্রসেনজিৎ-জয়া যেন অন্য কোনও মানুষ!

Advertisement

ছকভাঙা, খানিক বোহেমিয়ান অসীমাভ আর স্মার্ট-কর্পোরেট অফিসার সায়নীর পনেরো বছর পরে দেখা হবে।

সে দিনও বৃষ্টি পড়েছিল বোধহয়। আকাশ ছিল মেঘলা। বহু দিনের পুরনো একটা ভালবাসা, যা শেষ হয়েছিল ক্ষতবিক্ষত ভাবে... ফিরে যাওয়ার রাস্তাও পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছিল যেখানে... সেই ভালবাসা কি আবার ফিরে পাবে ওঁরা?

কাছাকাছি আসবে কি তাঁরা? কত কাছে...?

কীই বা হবে তারপর?

দেখুন অতনু ঘোষের পরবর্তী ছবি ‘রবিবার’ এর খোলা অ্যালবাম... শুধুমাত্র আনন্দবাজার ডিজিটালে

দেখুন ভিডিয়ো

ঋণ স্বীকার-

প্রযোজনা: ইকো এন্টারটেইনমেন্ট

সৃজন: সৌরভ পাত্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement