১৯৮৯ থেকে ১৯৯৮। কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। তাঁর সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভেসে আসে। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘এই মায়ের চরিত্রটি সকলের প্রিয়, আবার একইসঙ্গে কেউ সহ্য করতে পারবে না বেশি ক্ষণ।’’
এস্টেল হ্যারিস
প্রয়াত এস্টেল হ্যারিস। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার পাম ডেসার্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন হলিউডডের জনপ্রিয় টেলি তারকা। বয়স হয়েছিল ৯৩ বছর।
১৯৮৯ থেকে ১৯৯৮। কৌতুক টেলিভিশন সিরিজ ‘সাইনফিল্ড’-এ অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন। তাঁর সরু, তীক্ষ্ণ গলার আওয়াজ আজও ‘সাইনফিল্ড’-প্রেমীদের কানে ভেসে আসে। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘এই মায়ের চরিত্রটি সকলের প্রিয়, আবার একইসঙ্গে কেউ সহ্য করতে পারবে না বেশি ক্ষণ।’’
তা ছাড়া টয় স্টোরিতে ‘মিসেস পোট্যাটো হেড’-একর চরিত্রে ডাব করেছিলেন এস্টেল। অভিনয় করেছেন আরও এক কৌতুক ঘরানার টেলিভিশন সিরিজে, ‘দ্য স্যুট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’।
নিউ ইয়র্কে জন্মেছিলেন এস্টেল। কিন্তু যৌবন কেটেছে পিটসবার্গ শহরতলিতে। সেখানে তাঁর বাবার লজেন্সের দোকান ছিল। স্কুলে পড়াকালীন বিভিন্ন নাটকে অভিনয় করার সময়ে তিনি বুঝতে পারলেন, তাঁর কথা বলার ভঙ্গি দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন।