কে সেই অভিনেত্রী? ছবি: সংগৃহীত।
অভিনয় দুনিয়ার বাসিন্দারা ক্যামেরার সামনে সব সময় নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে প্রচেষ্ট। কিন্তু শুটিং ফ্লোরে প্রকাশ্যে অনেক সময় বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। তা বলে প্রকাশ্যে দুই নায়িকার চুলোচুলি? শুধু তা-ই নয়, সহ-অভিনেত্রীর গালে সপাটে চড় বসিয়ে দিয়েছিলেন এষা দেওল! কিন্তু কাকে থাপ্পড় মেরেছিলেন হেমা মালিনী-কন্যা?
মুখের আদল আদ্যপান্ত সুশ্রী, মিষ্টভাষী। ঝুলিতে শাহরুখ খান, শাহিদ কপূর ও মহেশ বাবুর সঙ্গে ছবি। বলিউড ও দক্ষিণী তারকাদের সঙ্গে পর্দা ভাগ করলেও ইন্ডাস্ট্রিতে তাঁর খুব বেশি উপস্থিতি চোখে পড়ে না। মহেশ বাবুর সঙ্গে ‘অথিধি’ ছবিতে অভিনয় করেন। বক্স অফিসে সাফল্য পাওয়া সত্ত্বেও পরে আর তেলুগু ছবি করেননি অভিনেত্রী। তৎকালীন একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “তেলুগু ইন্ডাস্ট্রিতে নায়িকাদের শুধুই গ্ল্যামারের অনুষঙ্গ হিসাবে ব্যবহার করা হয়।”
২০০২ সালে ‘অব কে বরষ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে তাঁর আত্মপ্রকাশ। ছবি ব্যবসায়িক ক্ষেত্রে সফল না হলেও দর্শকের নজর কেড়েছিল তাঁর অভিনয়। এর পর শাহিদ কপূরের সঙ্গে ‘ইশক ভিশক’ ছবিতে অভিনয়। তখন থেকেই চর্চায় তিনি। ‘বিবাহ’, ‘ম্যায় হু না’ ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। তিনি অমৃতা রাও।
২০০৬ সালে ‘পেয়ারে মোহন’ ছবির শুটিং ফ্লোর। ছবিতে এষা দেওল, অমৃতা রাওয়ের পাশাপাশি বিবেক ওবেরয় এবং ফরদিন খানও অভিনয় করেছিলেন। জানা গিয়েছে, শুটিংয়ের সময় কোনও কারণে দুই অভিনেত্রী তর্কে জড়িয়ে পড়েন। বাগ্বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয়, এষা কষিয়ে থাপ্পড় মারে অমৃতাকে। পরবর্তী কালে এই প্রসঙ্গে এষা জানিয়েছিলেন, ঘটনা নিয়ে তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই। অমৃতার যা প্রাপ্য তা-ই পেয়েছেন। অমৃতা নাকি এষাকে সকলের সামনে অপমান করেছিলেন। পরবর্তী কালে অমৃতা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছিলেন এষার কাছে। তার পর সমস্ত মনোমালিন্য মিটমাট হয়ে যায় দুই অভিনেত্রীর মধ্যে।