বছরের প্রথম দিনেই ‘রঘু ডাকাত’ ছবি ঘোষণা করতে পারেন দেব। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বছরের শেষ দিনে টলিপাড়া সরগরম। চর্চার কেন্দ্রে দেব অভিনীত ছবি ‘রঘু ডাকাত’। সূত্রের খবর, বছরের প্রথম দিনে, অর্থাৎ বুধবার ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই প্রতীক্ষিত ছবিটির ঘোষণা করা হবে। তবে ছবিটি ঘিরে নতুন কিছু তথ্য জানা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে আপাতত নির্মাতাদের মুখে কলুপ।
২০২১ সালে ‘রঘু ডাকাত’-এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। ছবিতে ডাকাতের চরিত্রে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তার পর থেকে নির্মাতারা এই ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে শুটিং শুরু করা যায়নি। এই ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন, ‘‘‘রঘু ডাকাত’-এর থেকে বড় বাণিজ্যিক ছবি আর কী হতে পারে! সেই জন্যেই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি।”
তবে এ বার ছবির প্রযোজনার ক্ষেত্রে থাকতে চলেছে বড় চমক। সূত্রের দাবি, এসভিএফ নয়, এ বার ‘রঘু ডাকাত’ যৌথ ভাবে প্রযোজনা করবে দেব এবং সুরিন্দর ফিল্মস। নেপথ্যে রয়েছে অন্য কারণ। গত কয়েক বছরে বাংলা ছবির পরিস্থিতি দেখে ‘বড়’ বাজেটের ছবি নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিলেন প্রযোজকেদের একটা বড় অংশ। যার ফলে ‘রঘু ডাকাত’-এর কাজও পিছিয়েছিল। তবে ‘খাদান’-এর সাফল্যের পর নাকি প্রযোজক হিসাবে দেবের মনোবল আরও বেড়েছে। পাশাপাশি কাজ করেছে পুজোয় ‘বহুরূপী’র সাফল্য।
তবে ইন্ডাস্ট্রির অন্য একটি সূত্রের খানিকটা সংশয়ের আভাস পাওয়া গিয়েছে। ধ্রুব তিন বছর ধরে এসভিএফ-এর সঙ্গে এই ছবিটি নিয়ে রয়েছেন। শেষ মুহূর্তে তিনি প্রযোজক বদল করবেন কেন, উঠছে সে প্রশ্ন। অন্য দিকে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘খাদান’-এর থেকে আরও বড় ক্যানভাসের ছবি ‘রঘু ডাকাত’। তাই দেবের পাশাপাশি এসভিএফ এবং সুরিন্দর একসঙ্গে বাংলা ছবির স্বার্থেই এই ছবিতে প্রযোজক হিসেবে থাকতে পারে।
এর আগে আনন্দবাজার অনলাইন জানিয়েছিল, ডিসেম্বরেই এই ছবির শুটিং শুরু হতে পারে। কিন্তু ‘খাদান’ সুপারহিট হওয়ার পর দেব এখনও ব্যস্ত। সূত্রের দাবি, গোটা দল তৈরি। ছবির চরিত্রাভিনেতা নির্বাচন নিয়েও চলছে আলোচনা। এর আগে, ২০২১ সালে ধ্রুব পরিচালিত এবং দেব অভিনীত ‘গোলন্দাজ’ ছবিটি দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল। ‘রঘু ডাকাত’ও নাকি আগামী বছরের পুজোকে মাথায় রেখেই তৈরি হবে। ঘোষণার পরে নতুন বছরের প্রথমার্ধেই শুরু হবে ছবির শুটিং।