একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেন তুষার এবং এষা।
তুষার কপূর বই লিখেছেন। সেই বইয়ের প্রচার করেছিলেন তাঁর একদা সহকর্মী এবং বন্ধু এষা দেওল। গান গেয়ে সকলকে অনুরোধ করেছিলেন তুষারের লেখা বই ‘ব্যাচেলর ড্যাড’ পড়তে। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামেও দিয়েছিলেন তিনি। এর পরেই ট্রোলিংয়ের শিকার হন ধর্মেন্দ্র-কন্যা। তাঁর গানকে ‘বেসুরো’ বলে কটাক্ষ শুরু করেন অনেকে। এ নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপও কম হয়নি।
বিষয়টি চোখ এড়িয়ে যায়নি এষার। নিজেকে নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন তিনি। স্বীকার করে নিয়েছেন, তিনি ভাল গান গাইতে পারেন না। হেমা মালিনীর কন্যা বলেন, “এটা নিয়ে এখন চর্চা হচ্ছে দেখে অবাক। আমি ভিডিয়োটি ডিসেম্বর মাসে শ্যুট করেছিলাম। এখন এটা মানুষের চোখে পড়েছে। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। কেউ কেউ ভেবেছেন, বন্ধু হিসেবে খুবই ভাল। অনেকেই আবার বলেছেন, আমার গান গাওয়া উচিত নয়। আমি তাঁদের সঙ্গে একমত।”
কেরিয়ারের শুরুর দিকে একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এষা এবং তুষার। ‘কেয়া দিল নে কহা’, ‘কুছ তো হ্যায়’-র মতো ছবি রয়েছে সেই তালিকায়।