Kora Pakhi

শেষের মুখে

ডিসেম্বরে এই চ্যানেলের ‘কে আপন কে পর’ও বন্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ০০:০১
Share:

কোড়া পাখি।

আগামী মাসেই বন্ধ হতে চলেছে ‘কোড়া পাখি’। আর কিছু দিনের মধ্যে এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ হয়ে যাবে বলেই খবর। এ ব্যাপারে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র ঋষি কৌশিক বললেন, ‘‘অফিশিয়ালি এখনও কিছু জানানো হয়নি আমাদের। তবে গল্প যে ভাবে এগোচ্ছিল, তাতে তা আগেই মনে হয়েছিল।’’ ধারাবাহিক বন্ধ হওয়ার কারণ প্রসঙ্গে আর এক অভিনেতা ভরত কলের মত, ‘‘প্রথমে পাঁচদিন, তারপর সাতদিন, পরে আবার পাঁচদিন— টাইম স্লটের এত পরিবর্তন হলে সেই সিরিয়ালের প্রতি দর্শকের টান কমে যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের সেরা ধারাহিকগুলোর মধ্যে এটি একটি। এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে শুনে খারাপ লাগছে।’’ ডিসেম্বরে এই চ্যানেলের ‘কে আপন কে পর’ও বন্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে চ্যানেলের সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement