Farooki health update

হাসপাতালে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে ফারুকী, এখন কেমন আছেন বাংলাদেশি পরিচালক?

সোমবার থেকে ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ ১৩:০৫
Share:

পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। ছবি: সংগৃহীত।

সোমবার হঠাৎই বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরিচালকের স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে এই খবরটি প্রকাশ করেন। তিশা জানান, পরিচালকের ব্রেন স্ট্রোক হয়েছে। এর পর থেকেই অনুরাগীরা ফারুকীকে নিয়ে দুশ্চিন্তা শুরু করেন।

Advertisement

তিন দিন হাসপাতালে ভর্তি ‘ডুব’ ছবির পরিচালক। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিশা জানান, মঙ্গলবার পরিচালকের সিটি অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, সম্ভবত ফারুকীর অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তবে ৭২ ঘণ্টা পরিচালককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, পরিচালকের সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময়ের প্রয়োজন। অন্য দিকে, বাংলাদেশের প্রথম সারির ওটিটি প্ল্যারফর্ম ‘চরকি’র কর্ণধার রেদওয়ান রনি জানিয়েছেন ফারুকী এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। কাছের মানুষদের চিনতে পারছেন। তবে তাঁকে আপাতত আইসিইউতে রাখা হবে।

ফারুকীর শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদের পাশাপাশি সিনেমা জগতের বিশিষ্টরা পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে তিশার পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘‘আপনার আশু আরোগ্য কামনা করি বড় ভাই মোস্তফা সরওয়ার ফারুকী।’’ সোমবার গভীর রাতে ফেসবুকে তিশা লেখেন, ‘‘আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিয়ে যেতেই অ্যাঞ্জিয়োগ্রাম করা হয়। ছোট্ট একটা ব্রেন স্ট্রোক হয়েছে। আইসিইউতে ডাক্তারদের নজরদারিতে রয়েছেন আপাতত। সকলে তাঁর আরোগ্য কামনা করুন।’’ এর পর থেকেই পরিচালকের শারীরিক পরিস্থিতি নিয়ে সমাজমাধ্যমে অনুরাগীরা তাঁদের দুশ্চিন্তা প্রকাশ করেন।

Advertisement

‘টেলিভিশন’, ‘থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর’, ‘পিঁপড়াবিদ্যা’র মতো প্রশংসিত ছবির পরিচালক ফারুকী। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’ এবং ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement