একতা কপূর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
মা হলেন একতা কপূর। ভাই তুষার কপূরের পথ অনুসরণ করেই সরোগেসির মাধ্যমে মা হলেন একতা। এক সুস্থ পুত্র সন্তানের মা হলেন তিনি।
বলি সূত্রের খবর, গত ২৭ জানুয়ারি একতার পুত্রের জন্ম হয়েছে। দিন কয়েকের মধ্যেই ছেলেকে বাড়ি নিয়ে আসবেন তিনি। ২০১৬-এ সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তাঁর ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
জিতেন্দ্রর দুই সন্তান একতা এবং তুষার কেউই বিয়ে করেননি। তিনি জানিয়েছিলেন, জীবন দ্রুত এগিয়ে চলেছে। সন্তানকে বড় করার জন্যও তো সময় চাই। সে কারণেই সরোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন, শারীরিক অবস্থা নিয়ে অবশেষে মুখ খুললেন ঋষি
একতার বয়স এখন ৪৩। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সরোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টেলিভিশন জগতে একতার সাফল্য প্রশ্নাতীত। আপাতত ছেলেকে সময় দেবেন তিনি। তবে দ্রুত কাজে ফেরারও ইঙ্গিত দিয়েছেন।
A post shared by Ek❤️ (@ektaravikapoor) on
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)