Ekta Kapoor

রাধে স্টাইল

কথা দিয়েছিলেন, ছেলের এক বছর পূর্ণ হলে তার ছবি জনসমক্ষে আনবেন। সে কথা রাখলেন একতা কপূর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০০:০১
Share:

ছেলের সঙ্গে একতা

কথা দিয়েছিলেন, ছেলের এক বছর পূর্ণ হলে তার ছবি জনসমক্ষে আনবেন। সে কথা রাখলেন একতা কপূর। ছেলে রবির জন্মদিনের ভিডিয়ো-সহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রযোজক। তাঁর ছেলের হেয়ারস্টাইল ‘তেরে নাম’ ছবিতে সলমন খান অভিনীত রাধে চরিত্রটির মতোই! একতা নিজেই ক্যাপশনে তা লিখেছেন। গত বছর সারোগেসির মাধ্যমে মা হয়েছিলেন একতা। বাবা রবির (জিতেন্দ্রর আসল নাম) নামেই ছেলের নাম রেখেছেন তিনি। যদিও দাদু আর নাতির নামের ইংরেজি বানান আলাদা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement