ওয়ান শোল্ডার গাউন, টপ অথবা ড্রেস এখন ফ্যাশনে ইন। হোয়াইট জিনস খুব চলছে। আর চলছে কিউলাট। যে কোনও ফেমিনিন কালার বা ফ্রুট কালার অর্থাৎ আপেল বা ফলের রঙে ম্যাচিং ট্র্যাক স্যুট-এর বেশ চল হয়েছে।
লেস ফ্রেবিকের সামার ড্রেস এখন ট্রেন্ড ছোট ফ্লোরাল প্রিন্টের প্যান্ট-স্যুট চলছে। সেমিজ জাতীয় জামা, টপ বা গাউন যেটা নাইট ড্রেস হিসেবে চলত এখন পার্টি ওয়্যার হিসেবে চলছে। স্পেশালি সাটিন বা লেস ফ্রেবিকের তৈরি পোশাক এখন হট চয়েস।
ওয়াই়ড বা ব্রড স্ট্রাইপ ফ্যাশনে ইন। চেকস খুব চলছে। ফাইন প্লিট দেওয়া জামা, স্কার্ট, টপ অথবা গাউন ফ্যাশনিস্তাদের পছন্দের।
জামা কাপড়ের মধ্যে সিকোয়েন্স-এর চল হয়েছে। চুমকি অথবা এমন কিছু দিয়ে কাজ করা যা দূর থেকে খুব চকচক করে।
ফ্যাশন দুনিয়ায় নজর কাড়ছে প্যাচ ওয়ার্ক। এই প্যাচ ওয়ার্ক নানা ধরনের হতে পারে। প্লেন কাপড়ের ওপর প্লেন কাপড়ের অথবা প্লেন কাপড়ের ওপর প্রিন্টের প্যাচওয়ার্ক বা প্রিন্টের ওপর প্রিন্টের প্যাচওয়ার্ক চলছে। চল হয়েছে অ্যাপলিকেরও।
ফ্যাশনে হিট রাফালস (থাকের ওপর থাক করা)। জামার হাতায় বা স্কার্টে রাফালস থাকলে আপনার লুক হয়ে উঠবে দারুণ ট্রেন্ডি।
ডেনিম স্কিনি জিনস এখন আউট। ডেনিম ওয়াইড লেগ জিনস পরলে পার্টিতে সকলের নজর কাড়বেন রাত-পোশাকের ধরনের পাজামা সেট ফিরে এসেছে পার্টি ওয়্যারে। লাক্সারিয়াস সিল্ক মেটিরিয়ালে এই ধরনের পোশাক এখন অনেকেরই হট ফেভারিট।
হারেম প্যান্টের আদলে এক ধরনের পোশাকের চল হয়েছে। অর্থাৎ দু পায়ের ভাজে অনেকটা করে কাপড় রাখা হচ্ছে। আবার পায়ের নীচের অংশও বেশ চওড়া করে বানানো হচ্ছে। আরামদায়ক এই পোশাকও ফ্যাশনে ইন।
অফিসে সাদা শার্টের ওপর ব্লু স্ট্রাইপ শার্টের চল তো ছিলই। তাকে বলা হত অক্সফোর্ড স্ট্রাইপ। সেই ট্রেন্ড এখন ফিরে এসেছে ট্রাউজারে।
মাছ ধরার জালের মতো মেশ দিয়ে তৈরি স্পোর্টি পোশাক বেশ চলছে। পার্টি ওয়্যারে তো বটেই। সেইসঙ্গে ক্যাজুয়াল পোশাকেও মেশ-এর ব্যবহার বাড়ছে। ইন্দো-ওয়েস্টার্ন সব ধরনের পোশাকে মেশ ব্যবহার হচ্ছে।
ডেনিমের ওপর ইন্ডিগো প্রিন্ট ফ্যাশনে ইন।
বাটার ফ্লাই সানগ্লাস বা ক্যাট আই সানগ্লাস— অর্থাৎ চোখের ওপরের দিকে অংশ বেরিয়ে থাকছে, সেটারও খুব চল।
শুধু স্টাইলিশ জামা গলিয়ে বেরিয়ে পড়লেই তো হল না। লাস্ট বাট নট দ্য লিস্ট-এর মতো গরমে পায়ের ফ্যাশনে নজর দিন। গলিয়ে নিন ফ্লিপ-ফ্লপ। স্পেশালি পমপম দেওয়া ফ্লিপ-ফ্লপ হলে তো কথাই নেই।
গরমে চলবে না খুব ডিপ কালার ‘নো নো’। এড়িয়ে চলুন ব্ল্যাক, ডিপ ব্রাউন, ডিপ পার্পল, বটল গ্রিন। সকালে তো বটেই, রাতেও এড়িয়ে গেলে ভাল।
পলিয়েস্টার একেবারেই না। বাদ দিন সিল্কও।
চড়া মেক আপ নয়। হালকা ফাউন্ডেশন চলতে পারে। শুধু চোখ হাইলাইট করুন। মাশকারা ব্যবহার করতে পারেন।
বুট বাদ। গরমে পা ঢাকা থাকলে ঘেমে গন্ধ হতে পারে। সেটা যেমন অস্বাস্থ্যকর তেমন অস্বস্তিকর।