Durnibar Saha

মধুচন্দ্রিমায় কোথায় গেলেন দুর্নিবার-মীনাক্ষী, ইনস্টাগ্রামে মিলল খোঁজ

আনন্দবাজার ডিজিটালকে মীনাক্ষী জানিয়েছিলেন, ইউরোপের আইসল্যান্ডে মধুচন্দ্রিমায় যেতে চেয়েছিলেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২১ ১৮:২১
Share:

দুর্নিবার-মীনাক্ষী।

খাতায় কলমে স্বামী-স্ত্রী হয়ে গিয়েছিলেন ২০১৭ সালে। গত ২১ ফেব্রুয়ারি ঘটা করে সাত পাক ঘুরলেন দুর্নিবার সাহা । এ বার পালা মধুচন্দ্রিমার। সামাজিক বিয়ের পর উত্তর সিকিমে পাড়ি দিলেন নবদম্পতি। গত সোমবার শহর ছাড়লেন তাঁরা।

ট্রেনের উঠেই নিজস্বী পোস্ট করলেন মীনাক্ষী। স্বামী-স্ত্রী দু’জনের পোশাকেই নীলের ছোঁয়া। মুখে লেগে হাসি। ক্যাপশনে লিখেছেন, ‘-১০ ডিগ্রি ঠান্ডার জন্য প্রস্তুত’। পোস্টে যদিও কোনও ‘চেক-ইন’ দেননি তিনি। কমেন্ট বক্স স্টক করতেই বেরিয়ে এল তাঁদের গন্তব্যের নাম।

আনন্দবাজার ডিজিটালকে মীনাক্ষী জানিয়েছিলেন, ইউরোপের আইসল্যান্ডে মধুচন্দ্রিমায় যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু কোভিড সেই পরিকল্পনা ব্যর্থ করে। তাই ‘টুকটাক’ ঘুরতে যাওয়ার কথাই ঠিক করে রেখেছিলেন তাঁরা। দুর্নিবারের কথায়, “আমাদের টুকটাক ঘুরতে যাওয়ার মধ্যে দেশ-বিদেশ, জেলা-রাজ্য মিলিয়ে একটা লম্বা তালিকা আছে। সবার আগে যেখানে যেতে পারব, সেখানেই চলে যাব। আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানিংগুলোও মোটামুটি ১ দিনের মধ্যে হয়। রাত্রে বসে ঠিক করি কোথায় যাব, টিকিট কাটি, চলে যাই।”

আইসল্যান্ড না হোক, আপাতত সিকিমেই আগামী কয়েক দিন কাটবে দুর্নিবার-মীনাক্ষীর। তারপর ফের হয়তো ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়বেন অন্য কোনও গন্তব্যের উদ্দেশে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement