ঝুঁকি নিয়েই দুঃসাহসিক দৃশ্যে নিজে অভিনয় করতে চান অনেক তারকা। তারই মাসুল গুনে এক বার নিজের পা-টাই খোয়াতে বসেছিলেন জন আব্রাহাম! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই কবুল করেছেন সে কথা। অভিনেতা জানান, পায়ে চোট নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি।
অতি সাহসিকতার মাসুল দিয়েছিলেন জন!
পর্দায় নায়কের দুরন্ত অ্যাকশন। সাধারণত সে সব দৃশ্যে স্টান্টম্যান বা বডি ডাবল ব্যবহারের পথে হাঁটতে চায় বলিউড। তবু ঝুঁকি নিয়েই সে সব দুঃসাহসিক দৃশ্যে নিজে অভিনয় করতে চান অনেক তারকা। তারই মাসুল গুনে এক বার নিজের পা-টাই খোয়াতে বসেছিলেন জন আব্রাহাম! সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই কবুল করেছেন সে কথা।
২০১৬ সালের ছবি ‘ফোর্স ২’-র শ্যুটিং চলছে তখন। একটি দুঃসাহসিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান পায়ের হাঁটুতে মারাত্মক চোট পান জন। সাক্ষাৎকারে অভিনেতা জানান, ক্ষতস্থানের যথাযথ যত্ন না নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। ফলে তাতে পচন ধরে গ্যাংগ্রিন হয়ে যায়। চোটের পরিস্থিতি এমনই গুরুতর আকার ধারণ করে যে, চিকিৎসকেরা বলে দিয়েছিলেন জনের ওই পা হাঁটু থেকে কেটে বাদ দিতে হতে পারে। আতান্তরে পড়ে যান ‘বাটলা হাউস’, ‘ম্যাড্রাস ক্যাফে’, ‘জিন্দা’র মতো জনপ্রিয় অ্যাকসন ছবির নায়ক। শেষমেশ এক চিকিৎসকের দক্ষতায় পা বাদ না দিয়েই সেরে ওঠেন জন।
সুস্থ হয়ে উঠে এখন হাঁটাচলা, শরীরচর্চা, নাচ, অ্যাকশন— সবেতেই ফিরেছেন জন। সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “অ্যাকশন দৃশ্যে নিজে অভিনয় করতে হলে খুব সাবধানে কাজ করা জরুরি। অহেতুক নিজেকে অসমসাহসী প্রমাণ করতে চেয়ে খেসারত দেওয়ার কোনও অর্থ নেই। সেটের পাঁচটা লোককে বাহাদুরি দেখাতে গিয়ে জীবনের মতো নিজের ক্ষতি নাই বা করলেন!”
সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি অ্যাটাক। সেনাকর্মীর ভূমিকায় জন ছাড়াও দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রকুলপ্রীত সিংহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজ।