Entertainment News

‘নো স্মোকিং’ বিজ্ঞাপনের এই ছোট্ট শিশুটি এখন জনপ্রিয় অভিনেত্রী

‘ইস শহর কো হুয়া কেয়া?’ ব্যাকগ্রাউন্ডে এই ডায়ালগ, ছবিতে বাবা ও মেয়ের দৃশ্য। বাবাকে সিগারেট হাতে কাশতে দেখে বাবার দিকে করুণ দৃষ্টি ওই শিশুর। আজও সিনেমা হলে এই বিজ্ঞাপন দেখানো হয়। বিজ্ঞাপনের ওই ছোট্ট শিশুটি কিন্তু এখন এক জন অভিনেত্রী।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১৫:২৫
Share:
০১ ০৮

‘ইস শহর কো হুয়া কেয়া?’ ব্যাকগ্রাউন্ডে এই ডায়ালগ, ছবিতে বাবা ও মেয়ের দৃশ্য। মনে পড়ছে তামাক বিরোধী এই বিজ্ঞাপনটি? সিগারেট হাতে বাবাকে কাশতে দেখে এক ছোট্ট মেয়ের করুণ দৃষ্টি। এই শিশুটির নাম সিমরন নাটেকর।

০২ ০৮

শুধু তামাক বিরোধী বিজ্ঞাপনই নয়— ডোমিনোজ, কেলগস, ভিডিওকন, ক্লিনিক প্লাস, বার্বি এমন বহু পরিচিত ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছে এই শিশু অভিনেতা।

Advertisement
০৩ ০৮

যখন তামাক বিরোধী বিজ্ঞাপনটির শুটিং হয়েছিল, তখন সিমরনের বয়স ছিল সাত। এখন সিমরনের বয়স ১৫।

০৪ ০৮

শুধু বিজ্ঞাপনই নয়, সিমরন কিন্তু বেশ কয়েকটি হিন্দি ধারাবাহিক এবং বলিউড ফিল্মেও কাজ করে ফেলেছে।

০৫ ০৮

কিছু দিন আগেই যশ রাজ ফিল্মসের ব্যানারে পরিণীতি চোপড়া ও আদিত্য রায় কপূরের ‘দাওয়াত-এ-ইশক’ ছবিতে কাজ করেছে সিমরন। ‘ক্রিশ থ্রি’-তেও ক্যামিও করেছিল সে।

০৬ ০৮

বিতর্কিত হিন্দি ধারাবাহিক ‘পহেরেদার পিয়া কি’-তেও অভিনয় করেছে সিমরন।

০৭ ০৮

সিমরনের প্রিয় অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। ভবিষ্যতে বলিউডেই করিয়ার গড়তে চায় সিমরন।

০৮ ০৮

ছবি তুলতেও ভালবাসে সিমরন। তার ইনস্টাগ্রাম অ্যালবামে রয়েছে তার তোলা প্রচুর ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement